পটুয়াখালীতে সুহৃদদের মধ্যে সাপ্তাহিক 'প্রতিভা অন্বেষণ' শুরু হয়েছে। সুহৃদদের মধ্যে মেধা বিকাশের লক্ষ্যে জেলা সুহৃদ সমাবেশের উদ্যোগে গত ১২ আগস্ট বিকেলে স্থানীয় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে শিক্ষামূলক এ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। বিকেল ৫টায় আয়োজনের উদ্বোধন করেন সমকালের জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা পরিষদের সদস্য কবি ও সাহিত্যিক গাজী হানিফ, কবি সৈয়দ আব্দুল ওয়াদুদ ও সৈয়দ তাজুল ইসলাম। উদ্বোধনী দিনে ৯ জন সুহৃদ অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে জেলা সুহৃদ সমাবেশের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. জায়েদ গাজী সেরা প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। পরে বিচারকমণ্ডলী তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে জেলা সুহৃদ সমাবেশের সভাপতি (ভারপ্রাপ্ত) পলাশ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন- অতিথি সুহৃদ বিভা রানী, জেলা সুহৃদ সমাবেশের সিনিয়র সুহৃদ সোনিয়া কর্মকার, সিনিয়র সহসভাপতি মাহবুবা হক মেবিন, সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, জেলা সুহৃদ সমাবেশের কার্যনির্বাহী সদস্য সংগীতা রানী শীল, রুবিনা রুবী, সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রাশেদ বিন মইন, সদস্য সচিব মো. মাকসুদুর রহমান মাসুম, সরকারি মহিলা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদিকা নাসরিন আক্তার বৃষ্টি, সুহৃদ মো. রাজিব ইসলাম, মো. নাজমুল খান, শিশু দীভান হালদার, ফাগুন হালদার প্রমুখ।
সুহৃদ, সুহৃদ সমাবেশ, পটুয়াখালী