- ফিচার
- লেবুতে লাবণ্যময়ী
লেবুতে লাবণ্যময়ী

সুন্দর ত্বক পেতে অনেকেই পার্লারে যান। এতে বেশ অর্থ খরচ হয়। অনেক সময় ত্বকে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয়। যদি জানা থাকে ঘরোয়া উপায়, তাহলে ঘরে বসেই বাড়াতে পারেন ত্বকের লাবণ্য। লিখেছেন সানজানা এস পায়েল
রূপচর্চার খুব সহজ ও গুরুত্বপূর্ণ উপাদান হলো লেবু। এটি সারাবছর পাওয়া যায়; আবার দামেও সস্তা। লেবুতে এসিডিক উপাদান রয়েছে, যা ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। এটি ত্বকের কালো দাগ এবং ছোপ ছোপ দাগ কমাতে কাজ করে। লেবুর রস ত্বকের বাড়তি ক্ষতিকারক তেল শোষণ করে। লেবুতে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান আছে। তাই নিয়মিত লেবুর রস ব্যবহারে ত্বকের গভীরের ফাঙ্গাল ইনফেকশনও কমে আসে।
লেবুর রস দিয়ে তৈরি বিভিন্ন প্যাক
লেবুর রসের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করতে পারেন বিভিন্ন প্যাক। বিশেষ করে ভিটামিন-ই সমৃদ্ধ উপাদান লেবুর রসের সঙ্গে সবচেয়ে ভালো কাজ করে।
এক চা চামচ লেবুর রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিটের জন্য এভাবে রেখে দিন যেন মিশ্রণটি ত্বকে শুকিয়ে যায়। তারপর স্বাভাবিক তাপমাত্রার পানিতে মুখ ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক ভেতর থেকে পুষ্টি পায়, ত্বক নরম হয় এবং ত্বকের দাগ কমতে থাকে।
ছোট কচি অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। এবার এক চা চামচ লেবুর রসের সঙ্গে জেল ভালোভাবে ব্লেন্ড করে নিন। ত্বকের কালো দাগসহ শরীরের বিভিন্ন অংশে কালো দাগের ওপর হালকা করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে এই প্যাক ব্যবহার করুন। ৮-১০ সপ্তাহ পর থেকে ত্বকের কালো দাগ কমবে এবং উজ্জ্বলতা বাড়তে শুরু করবে।
এক টেবিল চামচ দুধের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। তুলার সাহায্যে মুখে, গলায়, ঘাড়ে, কনুইতে, হাঁটুতে লাগান। এটি শুস্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এ ছাড়া শীতকালে দু'দিন পরপর এই প্যাক ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বক হারানো আর্দ্রতা ফিরে পাবে।
এক চা চামচ কাঁচা হলুদ বাটা এবং এক চা চামচ লেবুর রস ভালোমতো মিশিয়ে নিয়মিত মুখে, গলায়, ঘাড়ে, হাতে লাগান। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে। ত্বকে কোনো ক্ষত তৈরি হলে সেটি দ্রুত সারিয়ে তোলে। ব্রণ, মেছতা ওঠাও বন্ধ করে।
একটি ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ ফোমের মতো হয়ে এলে পরিস্কার মুখে মিশ্রণটি লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মুখের বিভিন্ন জায়গার ব্ল্যাকহেডস কমে যাবে।
লেবুর খোসা ছাড়িয়ে কড়া রোদে শুকিয়ে নিন। এরপর এই খোসা ব্লেন্ডারে নিয়ে পাউডার বানিয়ে ফেলুন। এক চা চামচ লেবুর খোসার গুঁড়ার সঙ্গে দেড় বা দুই চা চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫-২০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। একদিন পরপর এই
মিশ্রণ ব্যবহারে রোদে পোড়া দাগ কমে আসবে এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে।
যেভাবে লেবুর রস ব্যবহার করবেন
লেবুর রস ও লেবুর রসের কোনো ফেসপ্যাক ব্যবহারের আগে জেনে নেওয়া প্রয়োজন, এটি আপনার ত্বকে কোনো বিরূপ প্রতিক্রিয়া করছে কিনা। একটি তুলার বল লেবুর রসে ভিজিয়ে হাতের কবজিতে কিছুক্ষণ আলতো করে ঘষুন। ৭-১০ মিনিট এভাবে রেখে দিন। তারপর স্বাভাবিক তাপমাত্রার পানিতে ধুয়ে ফেলুন। যদি কোনো রকম প্রতিক্রিয়া না করে, তাহলে লেবুর রসমিশ্রিত বিভিন্ন প্যাক আপনি ত্বকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
সতর্কতা
টমেটো ও টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে কোনো প্যাক তৈরি করা উচিত নয়। এগুলোতে থাকে বিভিন্ন ধরনের উপাদান, যা লেবুর রসের সঙ্গে মিশে ত্বকে বিভিন্ন রকম অস্বস্তি, লালচে ভাব এবং জ্বালাপোড়া তৈরি করতে পারে।
মন্তব্য করুন