এবার ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপে খেলা যাবে সুপারহিরোনির্ভর গেম 'স্পাইডারম্যান রিমাস্টার্ড'। মার্ভেলের সুপারহিরো কমিক স্পাইডারম্যান থেকে নির্মিত গেমটির পিসি সংস্করণ অবমুক্ত হয়েছে গত ১২ আগস্ট। এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো প্লেস্টেশন ৪ কনসোলে আসে গেমটির আগের সংস্করণ। অ্যাডভেঞ্চার ও প্ল্যাটফর্ম-নির্ভর এ সংস্করণটি ২০২০ সালে প্লেস্টেশন ৫ সমর্থিত হয়ে বাজারে আসে। প্লেস্টেশন পিসি প্রকাশিত গেমটির পিসি সংস্করণ ডেভেলপ করেছে নিক্সেস সফটওয়্যার।
কাহিনি
স্পাইডারম্যান রিমাস্টার্ড গেমটিতে গেমারকে মার্ভেলের জনপ্রিয় চরিত্র পিটার পার্কারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে স্পাইডারম্যান হয়ে লড়তে হবে শত্রুর বিরুদ্ধে। গেমটিতে পিটার পার্কার আগের চেয়ে কৌশলী, আগের চেয়ে ক্ষিপ্র। স্পাইডারম্যান হয়ে মুখোশের পেছনে নিজেকে লুকিয়ে রাখেন পিটার পার্কার। নিউইয়র্ক শহর যেন স্পাইডারম্যানের খেলার মাঠ। সে নিউইয়র্কের সুউচ্চ ভবনগুলোর একটি থেকে অন্যটিতে অনায়াসে ঘুরে বেড়ায়। ছোটখাটো বিপদে পড়লে সে উদ্ধারকারীর ভূমিকায় নেমে পড়ে। শহরের সবাই পছন্দ করে স্পাইডারম্যানকে। কিন্তু এরই মাঝে আগমন ঘটে মার্ভেল কমিকের ক্ষমতাধর দুস্কৃতের। বিশেষ ধরনের সাদাকালো মুখোশ পরিহিত এ দুস্কৃত দলের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে স্পাইডারম্যানের, বাঁচাতে হবে শহর। দুস্কৃতকারীরা এক ভবন থেকে অন্য ভবনে স্পাইডারম্যানের মতো অনায়াসে বিচরণে সক্ষম। গেমটির গ্রাফিক্স অসাধারণ। যাঁরা স্পাইডারম্যান চলচ্চিত্রটি দেখেছেন তাঁদের মনে হবে যেন গেম নয়, সিনেমার কাহিনির মধ্যেই আছেন। স্পাইডারম্যান তার জাল বিছিয়ে অনায়াসে সুউচ্চ ভবন থেকে মাটিতে নেমে আসছে কিংবা প্রয়োজনে আগুন নেভাচ্ছে, বিপদে পড়া কাউকে বাঁচাচ্ছে- এসব দৃশ্য যেন পুনরায় ফিরে এসেছে গেমটিতে। গেমটিতে স্পাইডারম্যান যত সফলভাবে বিপদ মোকাবিলা করতে পারবে, তত ক্ষমতাধর হয়ে উঠবে। তার সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হবে নতুন শক্তি নতুন অস্ত্র।
খেলতে যা লাগবে
নূ্যনতম ইন্টেল কোর আই৩ প্রসেসর (চতুর্থ প্রজন্ম) বা এএমডি বুলডোজার সিপিইউ, ৮ গিগাবাইট র‌্যাম, এনভিডিয়া জিটিএক্স ৯৫০ বা এএমডি রেডিওন আরএক্স ৪৭০ মডেলের জিপিইউ এবং ৭৫ গিগাবাইট খালি স্পেস।