ঘরে থাকা স্মার্ট টেলিভিশনের সঠিক যত্ন চাই। অনেকেই টেলিভিশনের যত্ন নিতে ভুল করে থাকেন, যার কারণে অল্প দিনেই টিভি তার কার্যক্ষমতা হারায়। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে অল্প দিনেই এমনটা হতে পারে। দাম দিয়ে কেনা টিভি কিছুদিন পরপর সার্ভিসিং করানো লাগতে পারে।
যত্ন
এলইডি টেলিভিশন আবদ্ধ জায়গায় বসাবেন না। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। টিভি সেট করার সময় সোজাসুজি করে সেট করুন। স্ট্ক্রিনের দাগ এড়াতে টিভি কখনও ওপর-নিচ করে রাখবেন না।
এলইডি টেলিভিশন পরিস্কার করার সময় আনপ্লাগ করে নিতে হবে। পরিস্কারের জন্য কখনও সাবান বা ঘর্ষণ জাতীয় শক্ত কিছু ব্যবহার করা যাবে না। টেলিভিশনের পর্দা পরিস্কার করার জন্য সুতি ও নরম কাপড় ব্যবহার করতে হবে। স্ট্ক্রিনে পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
বিদ্যুৎ স্পাইক হলে টেলিভিশনের যেন ক্ষতি না হয়, এ জন্য এলইডি টেলিভিশনের সঙ্গে পাওয়ার-লাইন রক্ষক যোগ করতে পারেন। এতে দীর্ঘদিন টিভি ব্যবহার করা যাবে। টিভির সঙ্গে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে পারেন। এতে বিদ্যুৎ আপ-ডাউনের ফলে টিভির ক্ষতি হবে না।
সাধারণত শোরুমে অনেক বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়। এ জন্য স্মার্ট টিভির ব্রাইটনেসও বাড়ানো থাকে। শোরুম থেকে টিভি কেনার পর বাসায় এসে ব্রাইটনেস কমিয়ে নেবেন। অতিরিক্ত ব্রাইটনেস এলইডি টেলিভিশনের দীর্ঘ মেয়াদকে নষ্ট করে দেয়। অতিরিক্ত ব্রাইটনেস মানুষের চোখের ক্ষতি করে।
অযথা টেলিভিশন চালিয়ে না রাখা ভালো। কেননা, একটি এলইডি/এলসিডি টিভির ডিসপ্লে ব্যাকলাইট গড়ে সাধারণত ৬০ হাজার ঘণ্টা ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে। যদি দৈনিক ৩ ঘণ্টা টিভি ছেড়ে রাখা হয়, তাহলে বছরে টিভি ১ হাজার ঘণ্টার ওপর ছেড়ে রাখা হয়। ঘণ্টার পর ঘণ্টা টিভি ছেড়ে রাখলে এর কর্মক্ষমতা কমে যেতে পারে।
টিভি দেখা শেষ হলে সুইচ খুলে রাখুন। অযথা প্লাগে সুইচ দেওয়া থাকলে বিদ্যুতের অপচয় হয়।
টিভির কন্ট্রাস্ট লেভেল অতিমাত্রায় বাড়িয়ে রাখলে টিভির আয়ু ও ছবির গুণগতমান কমে যায়। তাই মাঝে মধ্যে এটি বাড়িয়ে-কমিয়ে নিন। কন্ট্রাস্ট লেভেল যত বেশি হবে, টিভিতে তত বেশি পাওয়ার খরচ হবে। এতে টিভির স্থায়িত্বও কমে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে টিভি সব থেকে কম শক্তি শোষণ করে এবং টেকেও বেশি দিন। া

বিষয় : স্মার্ট টিভি

মন্তব্য করুন