অধরা ও তার বন্ধুরা মিলে ঠিক করেছে ঘুরতে যাবে। জায়গা, সময় সবই ঠিক করা হলো। আবহাওয়ার কথা ভেবে সে নিজেকে কীভাবে পরিপাটি রাখবে তাও ঠিক করল। কিন্তু হঠাৎ তার চোখ পড়ল হাতের দিকে। নিমেষেই মনটা খারাপ হয়ে গেল। রোদে পুড়তে পুড়তে হাতে এক ধরনের কালচে দাগ পড়ে গেছে। এখন উপায়? ঘুরতে যাওয়ার আগে মুখের মতো হাতের উজ্জ্বলতাও তো বাড়ানো চাই।
অধরার মতো প্রতিনিয়ত আমরা সবাই এ রকম সমস্যায় পড়ে থাকি। চেহারার সৌন্দর্য বাড়াতে আমরা প্রতিনিয়ত অনেক প্রসাধনী ব্যবহার করি। কিন্তু হাতেরও যে যত্ন নেওয়া প্রয়োজন তা ভুলে যাই। হাতের যত্ন নিতে খুব বেশি কিছুর দরকার হয় না। ঘরোয়া উপায়ে অল্প সময় ব্যয় করেই হাতের রোদে পোড়া দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়ানো যায়।
জারা'স বিউটি লাউঞ্জ ও ফিটনেস সেন্টারের রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি জানান, ঘরোয়া উপায়ে হাতের যত্ন নিতে অর্ধেক শসাকে গ্রেট বা কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখুন। এর মধ্যে ২ চা চামচ তরল দুধ বা গুঁড়া দুধ এবং কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এরপর প্যাকটি হাতে ও পায়ে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'দিন ব্যবহার করুন।
চন্দন, হলুদ ও গোলাপজল :এক চিমটি হলুদের সঙ্গে এক টেবিল চামচ চন্দনের গুঁড়া এবং কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি হাতে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করে, রোদে পোড়া দাগ দূর করে এবং হাতের ত্বক ভালো রাখে।
শসা ও হলুদ :প্রতিটি ঘরে শসা ও হলুদ থাকে। শসা ভালো করে ধুয়ে কেটে নিন। শসা ব্লেন্ড করে তিন টেবিল চামচ রসের সঙ্গে এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। এটি হাতে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আলু :আলুতে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য আছে এবং এটি ভিটামিন-সি সমৃদ্ধ। আলু ভালো করে ধুয়ে কেটে নিন। তারপর ব্লেন্ড করে হাতে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।
বেসন :কমবেশি প্রতিটি ঘরে বেসন থাকে। তিন টেবিল চামচ বেসন নিয়ে তাতে পরিমাণমতো পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি হাতে ভালোভাবে মেখে ২০ মিনিট রাখুন; এরপর ধুয়ে ফেলুন। এটি মৃত কোষ দূর করবে এবং আপনার ত্বক পরিস্কার করবে। এটি রোদে পোড়া ত্বকের রং ফেরাতেও কার্যকরী।
দই, বেসন ও শসা :শসা ভালো করে ধুয়ে ব্লেন্ড করে রস আলাদা করে নিন। এরপর এক টেবিল চামচ বেসনের সঙ্গে দুই টেবিল চামচ দই আর দুই টেবিল চামচ শসার রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর হাতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ঘৃতকুমারী ও নারকেল তেল :রোদে পোড়া দাগ, হাতের ছোপ ছোপ দাগ সারাতে ঘৃতকুমারী ও নারকেল তেলের মিশ্রণ বেশ কার্যকরী। এটি ত্বককে মসৃণ করে। অ্যালোভেরা জেলের সঙ্গে খানিকটা নারকেল তেল মিশিয়ে হাতে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। এটি সানট্যান দূর করতে সহায়তা করে। এটি প্রায় প্রতিদিন ব্যবহার করতে পারেন।
পাকা পেঁপে :হাত-পায়ের কালচে ভাব দূর করতে পাকা পেঁপে খুবই কার্যকরী উপাদান। পাকা পেঁপে রোদে পোড়া ভাব ও কালচে দাগ দূর করে। পাকা পেঁপেকে ভালোভাবে হাত দিয়ে মেখে পেস্ট তৈরি করুন। এবার এটি হাতে ভালোভাবে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে হাতের ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
কমলার খোসা ও দুধ :কমলার খোসা ত্বকের জন্য খুবই উপকারী। প্রথমে কড়া রোদে কমলার খোসা ভালোভাবে শুকিয়ে নিন। খোসা শুকিয়ে গেলে ভালোভাবে পাউডার করে সংরক্ষণ করতে পারেন। ৪ টেবিল চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিন। এবার পেস্টটি হাতে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ভাব দূর করবে এবং ত্বকের ময়লা পরিস্কার করবে।
টমেটো ও দুধের সর :টমেটোর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। ২ চামচ টমেটোর রসের সঙ্গে ১ চামচ দুধের সর মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলার সাহায্যে হাতে ভালো করে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন ব্যবহার করলে উপকার পাবেনুু। া

বিষয় : হাতের যত্ন

মন্তব্য করুন