- ফিচার
- মুক্তির প্রথম দিনে 'ব্রহ্মাস্ত্র' আয় করল ৩৬ কোটি
মুক্তির প্রথম দিনে 'ব্রহ্মাস্ত্র' আয় করল ৩৬ কোটি

এই সিনেমা বলিউডের খরা কাটাবে। মুক্তির আগেই হিন্দি সিনেমার দুর্দিনে আশার আলো দেখেছে রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' এ। অন্তত ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের হিসাব-নিকাশ দেখে এমনটিই বলেছে বলিউড সিনেমাবোদ্ধারা।
শুক্রবার ভারতের প্রায় ৫ হাজার পর্দায় ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায়। সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমা মুক্তির দিনেই য় করেছে ৩৫-৩৬ কোটি রুপি। বক্স অফিস ইন্ডিয়া ডটকম-এর রিপোর্ট অনুসারে, ব্রহ্মাস্ত্র ব্যবসা করেছে সব ভাষা মিলিয়ে ৩৫-৩৬ কোটি। রিপোর্ট বলছ্ শুধু হিন্দি ভার্সন আয় করেছে ৩২-৩৩ কোটি মতো। সঙ্গে মনে করা হচ্ছে শনি আর রোববার মিলিয়ে সিনেমার বিশ্বব্যপী আয় ৮-১০ মিলিয়ান হয়ে যাবে।
হিন্দুস্তান টাইম বলছে, ছুটির দিন ছাড়া মুক্তি পেয়েও, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা প্রথমদিনে আয় করল ৩৫-৩৬ কোটি টাকা। রণবীরের সঞ্জুর রেকর্ডও ছাপিয়ে গিয়েছে এই সিনেমা। যা ২০১৮ সালে মুক্তির দিনে আয় করেছিল ৩৪.৭৫ কোটি।
ছুটির দিন ছাড়া মুক্তি পেয়ে সবচেয়ে বেশি আয় করেছিল এসএস রাজামৌলির ‘বাহুবলি ২’। আয় ছিল ৪১ কোটি। এই সিনেমা তেলেগু আর তামিলে তৈরি হয়েছিল আর হিন্দিতে ডাবিং হয়েছিল।
‘ব্রহ্মাস্ত্র’ অ্যাডভান্স বুকিংই বক্স অফিসে ছাপ ফেলতে সাহায্য করেছে। শুক্র-শনি ও রোববার মিলিয়ে ৬০ কোটিরও বেশি বুকিং হয়ে গিয়েছিল। যদিও খানিকটা ভয়ে ভয়েই ছিল গোটা টিম। রণবীরকে এটাও বলতে শোনা গিয়েছিল, প্রি-বুকিংয়ের উপর খুব একটা ভরসা তার নেই। কারণ এখনও সিনেমা দেখেননি দর্শকরা। তাই হয়তো যে কোনও সময় বদলে যেতে পারে খেলা।
যদিও চলচ্চিত্র সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। গণমাধ্যমে প্রকাশিত রিভিউ বলছে, “এই ছবির চিত্রনাট্যের বাঁধন কখন কখনও একটু বেশিই জটিল মনে হয়েছে। পাশাপাশি ২ ঘন্টা ৪৫ মিনিট দীর্ঘ সিনেমা আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে, এমনটা অস্বীকার করবার জায়গা নেই। সিনেমার প্রথমার্ধের ২০ মিনিট খুব অনায়াসে ছেঁটে ফেলতে পারতেন পরিচালক।
এ দিকে মুক্তির আগে থেকে ‘ব্রহ্মাস্ত্র’র পাইরেসি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবুও শেষ রক্ষা হলো না। প্রথমদিনই অনলাইনে ফাঁস হয়ে গেছে এই সিনেমা।
আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি তিন ভাগে মুক্তি দেওয়া হবে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। রণবীর-আলিয়া ছাড়াও এতে অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।
মন্তব্য করুন