কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হকের সঙ্গে কবি রফিক আজাদের ছিল নিবিড় সখ্য। শ্রদ্ধা-স্নেহ উপচিয়ে সে সখ্যের সমুদ্রে ছিল ভালোবাসার ঢেউ। রফিক আজাদকে সৈয়দ হক তাঁর দুটো বই উৎসর্গ করেছেন, তাঁর স্বল্পকালীন প্রকাশনা সংস্থা 'সব্যসাচী' থেকে প্রকাশ করেছেন রফিক আজাদের প্রেমের কবিতার সংকলন 'প্রিয় শাড়িগুলি'। রফিক আজাদও সৈয়দ হকের পঁচাত্তর জয়ন্তীতে রচনা করেন এই কবিতাটি; যা বাংলা একাডেমির বটতলায় ২০১০ সালের ২৭ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে পঠিত হয়। তবে এটি কোথাও মুদ্রিত হয়নি। এমনকি রফিক আজাদের কোনো গ্রন্থেও অন্তর্ভুক্ত হয়নি। হঠাৎ কবির কাগজপত্র ঘাঁটতে গিয়ে এ অপ্রকাশিত কবিতাটি আমার হাতে এলো, যা কালের খেয়ার পাঠকদের জন্য ২৭ সেপ্টেম্বর ২০২২ সৈয়দ শামসুল হকের ষষ্ঠ প্রয়াণবার্ষিকীর প্রাক্কালে তুলে ধরলাম।

সৈয়দ শামসুল হক
রফিক আজাদ

সাতাশে ডিসেম্বরে তের শত নদী তোমারই নামে
আনন্দে-আহদ্মাদে বয়ে যায় পুরোদমে সাগরসঙ্গমে-
তোমার জন্মের এই দিনে ফুটেছে তোমারই নামে
এই ভোরে সকল ফুলেরা-
তোমার জন্মের দিনে ঘ্রাণেন্দ্রিয়ে পাই
শিউলির সমূহ সৌরভ!
তোমার কবিতা
পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে;
এ দেশের প্রতি ধূলিকণা
তোমার অতীব প্রিয়,
তোমার তুলনা তুমি, ভাষার প্রথিক, কবি-সব্যসাচী
আমার অগ্রজ, ভাষা-সহোদর।
ভাষা-মাতৃকার আদরের ধন তুমি
সাহিত্যের প্রতিটি শাখায় তোমার সফল এই
পদপাতে আমরা প্রাণিত;
ধন্য তুমি, ধন্য ভাষা-মাতৃকার অমোঘ সন্তান