বর্ষা বিদায় নিয়েছে। আকাশে এখন নীল-সাদার লুকোচুরি খেলা চলে। অনিন্দ্যসুন্দর প্রকৃতির রূপময়তার সঙ্গে সঙ্গে মানুষের মনেও এখন শরতের স্নিগ্ধ আমেজ। এ আমেজ ধরে রাখতে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ব্র্যান্ড কে-কদ্ধ্যাফট এবারের শরৎ আয়োজন সাজিয়েছে 'আলাম' মোটিফ ও 'সাশিকো' স্টিচের অনুপ্রেরণায়। সাধারণ ঘরানার প্যাটার্নের সঙ্গে পাশ্চাত্যের প্যাটার্নের মিশেলে নতুনত্ব আনা হয়েছে। রং এবং ট্রেন্ডি প্যাটার্নের সমন্বয়ে ক্রেতাসাধারণের চাহিদা মেটাবে বলে আশা করে কে-কদ্ধ্যাফট। সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক পাওয়া যাবে যৌক্তিক মূল্যসীমার মধ্যেই। এরই মধ্যে শরতের কালেকশন কে-কদ্ধ্যাফটের সব স্টোরে পৌঁছে গেছে।
সুতি, লিনেন, সুইস কটন, রেমি কটন, সিল্ক্ক, হাফ সিল্ক্ক ও জর্জেট কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে ব্লকপ্রিন্ট, স্ট্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি করা হয়েছে। শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে শরতের পোশাক। তবে অন্যান্য রঙের সমন্বয়ও থাকছে। পোশাকে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস্‌, টিউনিক, ফিউশন কুর্তি। ছেলেদের জন্য পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, টি-শার্ট, পলো-শার্ট, কটি ও শিশুদের জন্য সালোয়ার-কামিজ, কুর্তি, ফ্রক, ফ্রকসেট, পাঞ্জাবি, টি-শার্ট, পলো শার্টসহ থাকছে নানা পোশাকের আয়োজন। এ ছাড়া বরাবরের মতোই থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক। কে-কদ্ধ্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়াও অনলাইন শপ  www.kaykraft থেকে শরৎ আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে। া

বিষয় : কে-ক্রাফট ফ্যাশন হাউজ

মন্তব্য করুন