বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট তার অতিথিদের জন্য আয়োজন করেছে ১০ দিনব্যাপী 'ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২২'! হোটেলের সিগনেচার রেস্টুরেন্ট গ্রান্ডিওসে এই উৎসব শুরু হয় ২২ সেপ্টেম্বর ২০২২; চলবে ১ অক্টোবর ২০২২ পর্যন্ত। অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ এফ আই এইচ; হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসান, ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর এটিএম আহমেদ হোসেন, 'ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২২'-এর রিওয়ার্ড পার্টনার ইউএস-বাংলা ও নভোএয়ার এবং মিডিয়া পার্টনার রেডিও টুডের কর্মকর্তারা।
এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো হোটেলের জনপ্রিয় বিভিন্ন দেশীয় খাবারের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক খাবার এবং থাকছে স্পেশাল অফার 'ডাইন থ্রি অ্যাট প্রাইস অব ওয়ান', অর্থাৎ একটি বুফের মূল্যে তিনটি বুফে ডিনার উপভোগ করার সুযোগ মাত্র ৫৯৯৯ টাকায়, চলবে টানা ১০ দিন। সঙ্গে এই ১০ দিন বিভিন্ন আউটলেটে থাকছে নানা আকর্ষণীয় অফার। রয়েছে পরিবারসহ বুফে ব্রেকফাস্ট ও বুফে ডিনার উপভোগ করার 'ডাইন অ্যান্ড স্টে' অফার মাত্র ১২,১২১ টাকায় এবং 'হ্যাপি স্টে' অফার; রুম সঙ্গে বুফে ব্রেকফাস্ট শুধু ৮৫৮৫ টাকায়। ট্যুরিজম ফেস্ট উপলক্ষে শহরের সবচেয়ে সুন্দর রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট 'গ্রিল অন দ্য স্কাইলাইন'-এ অতিথিদের জন্য থাকছে ১৫% ডিসকাউন্ট, বাবল ফ্লেভর লাউঞ্জে বার্গার ও পিৎজাতে বাই ওয়ান গেট ওয়ান, স্পাতে ২০% ডিসকাউন্ট অফার উপভোগ করার সুযোগ! এবং জিম ও সুইমিং এক মাস 'ট্রায়াল মেম্বারশিপ' অফার মাত্র ১৫ হাজার টাকায়। এ ছাড়া হোটেলটির লয়াল্টি প্রোগ্রাম 'ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব' সদস্যরা পাচ্ছেন সব আউটলেটে মেম্বারশিপ সুবিধাসহ সকল অফারে অগ্রাধিকার। া