ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ ও সমকালের ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে ঢাকার সুহৃদরা

--

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২২ | ২২:৫১

৩১ মে ১৮ বছরে পদার্পণ করেছে সমকাল। এ উপলক্ষে সমকাল কার্যালয়ে ১ অক্টোবর উদযাপিত হয় সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি বিভিন্ন আয়োজনে স্থানীয়ভাবে সুহৃদরাও পালন করেন দিনটি
রাজশাহী
নুরুজ্জামান খান
রাজশাহী ব্যুরো অফিসে সুহৃদ সমাবেশের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
সুহৃদ সভাপতি অধ্যাপক মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজনীতিক শাহীন আক্তার রেনী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলাম, অধ্যাপক তানবীরুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, অধ্যাপক আলমগীর মালিক, পুঠিয়া উপজেলার চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন, সাংবাদিক আরিফুল হক কুমার। আরও ছিলেন সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তৈয়বুর রহমান, সদস্য আনিসুর রহমান প্রমুখ।

ফরিদপুর
কাজী সবুজ
ফরিদপুরে আয়োজনের সূচনা করেন হা-মীম গ্রুপের পরিচালক মো. বেলাল হোসেন। জেলা প্রতিনিধি হাসানুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি ফরিদপুরের সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সুহৃদ উপদেষ্টা সৌমিত্র মজুমদার পলাশ প্রমুখ। এছাড়া ফরিদপুরের বিভিন্ন ইউনিটের সুহৃদরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া
এম শোভন রহমান
সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর কুষ্টিয়ার কাটাইখানা মোড়ে শিক্ষাপ্রতিষ্ঠান মেন্টরের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রতিনিধি সাজ্জাদ রানার সভাপতিত্বে ও সুহৃদ জেলা ইউনিটের সভাপতি আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন- কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. বশির উদ্দিন, রোটারিয়ান প্রকৌশলী নজরুল ইসলাম, সুহৃদ উপদেষ্টা ও উপাধ্যক্ষ ড. জাহিদুজ্জামান, এআর মোটরসের ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান, সাংবাদিক আনিসুজ্জামান ডাবলু, মেন্টরের পরিচালক সানোয়ার ফারায়জি, দিশার উপপরিচালক আব্দুল ওয়ারেশ, অ্যাডমিন মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যক্ষ হাফেজ উসমান গনি প্রমুখ।

ঈশ্বরদী
সেলিম সরদার
ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে ঈশ্বরদীতে উদযাপিত হয় সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. ইছাহক আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আব্দুল খালেক, ফজলুর রহমান ফান্টু, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরন, মাহাবুবুল হক দুদু, এস.এম ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শিল্পপতি জালাল উদ্দীন তুহিন, সুহৃদ সভাপতি আর. কে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুত, সাপ্তাহিক প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রনেতা তৌফিক আলম সোহেলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ঈশ্বরদীর সুহৃদরা।

আরও পড়ুন

×