- ফিচার
- মানবসেবায় সানরাইজ
মানবসেবায় সানরাইজ

আফজাল খান। ২০১৭ সালে জাগবে স্বপ্ন বাঁচবে মানবতা- এই স্লোগানে গড়ে তোলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন। কুমিল্লার এক অসহায় শিক্ষার্থীকে শিক্ষা সহায়তার মাধ্যমে সানরাইজের পথচলা শুরু। যাত্রা খুব একটা সহজ না হলেও অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমানে ভালো অবস্থানে এসেছে বলে মনে করেন আফজাল। বর্তমানে সংগঠনটি কুমিল্লাসহ ৪ জেলা ও এক উপজেলায় পাঁচ ইউনিটে সুবিধাবঞ্চিত মানুষ ও হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে কাজ করছে।
প্রকল্পভিত্তিক কার্যক্রমে এখন পর্যন্ত এই স্বেচ্ছাসেবী সংগঠন ২০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, তিন হাজার মানুষের মাঝে ইফতার ও ইফতারসামগ্রী বিতরণ, ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ৩০ হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, করোনায় অ্যাম্বুলেন্সসেবা, ১১ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ৬০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে দুর্গোৎসব উপলক্ষে নতুন জামা তুলে দেয়। এ ছাড়া কক্সবাজার জেলার চকরিয়ার কোণাখালী ইউনিয়নে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া ১৮ পরিবারের মাঝে বস্ত্র, শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহার সামগ্রী দেয়। করোনায় জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্তকরণ কার্যক্রম ও ২০০০ মাস্ক বিতরণ করে।
লকডাউনে নিম্ন আয়ের এবং হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ৮০০ প্যাকেট রান্না করা খাবার ও ৩০০ প্যাকেট খাদ্যসামগ্রী ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করাসহ সংগঠনের প্রকল্পভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রায় ৮০ হাজার মানুষকে সেবা দেয় সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন।
সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন সম্পর্কে জানতে চাইলে এর প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল খান বলেন, 'আজ থেকে প্রায় ৫ বছর আগে শুরুটা আমি করলেও পরে বেশ কয়েকজন উদ্যমী তরুণ আমার সঙ্গে যুক্ত হয়। এই ভাই-বন্ধুদের সহযোগিতায় আমাদের স্বপ্নটা আজ তিন শতাধিক তরুণের স্বপ্নে পরিণত হয়েছে। আমাদের সবার স্বপ্ন লাল-সবুজের বাংলাদেশকে ঘিরে। আমরা বিশ্বাস করি, অচিরেই বাংলাদেশ থেকে ক্ষুধা-দারিদ্র্য উঠে যাবে। পড়ালেখার সুযোগ পাবে সব শিশু।'
মন্তব্য করুন