চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা ঘাটতি কাটিয়ে উঠতে মনোযোগ নেই বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের। অথচ গত ২০২১-২২ অর্থবছরেও বেড়েছে বন্দর কর্তৃপক্ষের আয় এবং বন্দরে আসা আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন থেকে সরকারের রাজস্ব আদায়। গত অর্থবছরে আমদানি শুল্ক্ক বাবদ সরকারের রাজস্ব আদায়ের বড় অংশই এসেছে চট্টগ্রাম কাস্টমস থেকে।

জানা গেছে, দেশের প্রধান সমুদ্রবন্দরে গত অর্থবছরে ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর আগের অর্থবছরে ৩০ লাখ ৯৭ হাজার ২৬৩ টিইইউস (২০ ফুটের একক) কনটেইনার হ্যান্ডলিং হয়। এ ছাড়া গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ টন। এ সময় জাহাজে হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ২৩১টি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্বশেষ অর্থবছরে আয় করেছে ৩ হাজার ৫৮৫ কোটি টাকা। এর আগে ২০২০-২১ অর্থবছরে বন্দরের মোট আয় হয় ৩ হাজার ৭০ কোটি ৩৬ লাখ টাকা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, সরকারের ভ্যাট, কর, উন্নয়ন প্রকল্পের ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সিটি করপোরেশনের পৌরকর ইত্যাদি বাদ দিয়ে তাঁদের নিট আয় হয়েছে ১ হাজার ৭৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে নিট আয় ছিল ৬৯৮ কোটি টাকা।

বন্দর মূলত বার্থ, জেটি ভাড়া, কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) চার্জ, ক্রেন চার্জ, পোর্ট ডিউস, বার্থিং-আনবার্থিং, পাইলটিং ফি, টাগবোট ভাড়া, জাহাজে পানি সরবরাহ, কার্গো ল্যান্ডিং চার্জ, শিপিং চার্জ, রিমোভাল চার্জ, স্টোরেজ চার্জ, টার্মিনাল চার্জ, স্টাফিং-আনস্টাফিং চার্জ, ইলেকট্রিক চার্জ, এফডিআর খাতে আয়, বন্দরের জায়গা ও স্থাপনার ভাড়া ইত্যাদি নানা খাতে আয় করে থাকে বন্দর কর্তৃপক্ষ।

এদিকে, ২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আয় আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ বেড়েছে। চট্টগ্রাম বন্দরে আসা পণ্যের শুল্কায়ন করে কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। সরকারি-বেসরকারি অন্তত সাতটি প্রতিষ্ঠানের বকেয়া রাজস্ব যোগ করলে এই আয় বেড়ে দাঁড়ায় ৬৩ হাজার কোটি টাকায়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত অর্থবছরে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এর প্রায় ১৮ শতাংশ জমা দিয়েছে চট্টগ্রাম কাস্টমস। অন্যদিকে, আমদানি শুল্ক্ক বাবদ রাজস্ব আয়ের প্রায় ৬২ শতাংশও এসেছে চট্টগ্রাম কাস্টমস থেকে। চট্টগ্রাম বন্দরে আসা আমদানি-রপ্তানি পণ্যের শুল্ক্কায়ন করেই এই রাজস্ব সংগ্রহ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।