
শিশুদের সঙ্গে বেবিটিউবের শামীম আশরাফ - ছবি :অনলাইন
শামীম আশরাফ- শিশু-কিশোরদের নিরাপদ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বেবিটিউব নিয়ে কাজ করছেন। বেবিটিউব ইউটিউবের মতো একটি অ্যাপ। এতে কোনো অনাকাঙ্ক্ষিত বা বাজে ভিডিও এবং বিজ্ঞাপন দেখা যায় না। শিশু-কিশোরদের জন্য নিরাপদ, শিক্ষণীয় এবং মজাদার ভিডিও দেখা যায়। যাঁরা ভিডিও কনটেন্ট তৈরি করেন, তাঁরা বেবিটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড দিতে পারবেন এবং তাঁরা পাবেন সহজ শর্তে মনিটাইজেশন। গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড দেওয়া যায় ইধনুঞঁনব অ্যাপটি।
বেবিটিউব সম্পর্কে জানতে চাইলে শামীম আশরাফ বলেন, 'আমরা শিশুদের নিয়ে কাজ করছি বেশ কিছুদিন ধরে। মেন্টর মশাই আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেখান থেকেই শিশুদের নিয়ে কাজ করা। কাজ করতে করতে আমরা দেখেছি শিশুদের প্রযুক্তিতে আসক্তি। সেই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে অনেক শিখেও তারা। অনলাইনে যেমন ভালো কনটেন্ট আছে, তেমনি খারাপ কনটেন্টও দেখা যায়; যেগুলো শিশুর জন্য হুমকি। অনলাইনে শিশুরা ভিডিও দেখে বেশি। আমাদের দেশের কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম নেই। তাই আমরা শিশুবান্ধব, শিক্ষণীয় এবং মজাদার একটি প্ল্যাটফর্ম করার উদ্যোগ নিয়েছি। ২০২০ সালের শেষের দিকে বেবিটিউবের কাজ শুরু করেছি।
যখন বেবিটিউব নিয়ে ভাবনা এলো, তখন দেশের কিছু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে আলোচনা করি এবং তাঁরা আমাকে উদ্বুদ্ধ করেন। তখন আমরা পুরো টিম কাজ শুরু করি এবং আমরা ২০২১ সালের এপ্রিলে বেবিটিউব অ্যাপ উদ্বোধন করি।' তিনি আরও বলেন, শিশু-কিশোররা যেন বেড়ে ওঠার পাশাপাশি সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। বেবিটিউবে যে কেউ ভিডিও দেখতে পারবেন। চ্যানেল খুলে ভিডিও কনটেন্ট আপলোডও করতে পারবেন। তবে কোনো খারাপ ভিডিও আপলোড করা যাবে না। শুধু সুন্দর এবং সুস্থ ভিডিও কনটেন্ট আপলোড করতে পারবেন। আমরা বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার কনটেন্ট অ্যাপ্রোভ করি। প্রযুক্তির জগতে বেবিটিউব শিশু-কিশোরদের জন্য সুন্দর এবং সুস্থ পরিবেশ তৈরি করছি।
শামীম আশরাফ জানান, তাঁরা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন শিশুদের কনটেন্ট নিয়ে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছেন। তাঁরা চান, প্রতিটি শিশু বেবিটিউবের মাধ্যমে সুন্দরভাবে বেড়ে উঠুক এবং দেশীয় আদলে দেশের একটি সোশ্যাল প্ল্যাটফর্ম গড়ে উঠুক। অভিভাবকদের সচেতন করতে চান তাঁরা। তাঁদের ভাষ্য, সন্তানকে আবেগ এবং আদরে অবহেলা করবেন না। প্রযুক্তির ওপর সচেতন থাকুন। শিশুদের নিরাপদে রাখুন। া
মন্তব্য করুন