শুক্রবার (৪ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপি নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২২ শুরু হয়েছে। সৈয়দ মহিদুল ইসলামের ২০তম প্রয়াণ দিবস ও ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে এবারের আয়োজনে থাকছে নাটক, সৈয়দ মহিদুল ইসলাম পদক, মঞ্চবন্ধু সম্মাননা এবং যুগল সম্মাননা।

এ বছরের সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পদক পেয়েছেন নাট্যশিল্পে নিবেদিত প্রাণ দেশের খ্যাতিমান নাট্যনির্দেশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। উৎসব উদ্বোধনী-সন্ধ্যায় ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৬ বছরের পদার্পণের আনন্দ মূহুর্তে ইসরাফিল শাহীনের হাতে পদক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন ম. হামিদ, অনন্ত হীরাসহ অনেকেই।

থিয়েটারে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাট্য নির্দেশক, নাট্য গবেষক ইসরাফিল শাহীন এ সম্মাননা পদক পেয়েছেন। পদক পাওয়া পর তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইসরাফিল শাহীন বাংলাদেশ গ্রুপ থিয়েটারে নাট্যকার, অভিনেতা ও নির্দেশক সৈয়দ মহিদুল ইসলাম মানু ভাইয়ের অবদানের কথা স্মরণ করেন।

সম্মাননা পদক প্রদানে আগে স্মরণ আলোচনা ও সৈয়দ মহিদুল ইসলামের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অভিনয় গুরু’র প্রদর্শনী হয়। আর উৎসবের প্রথম রজনীতে মঞ্চস্থ হয় লোক নাট্যদলের নাটক ‘তপস্বী ও তরঙ্গিনী’।