
'মেতে উঠি আনন্দে, ফিরে যাই শৈশবে'- এই স্লোগান সামনে রেখে যেন মেতে উঠেছিলেন সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। কলেজ জীবনের হারিয়ে যাওয়া বন্ধুত্ব আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মিলে যায় ৪ নভেম্বর সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে ঢাকা সিটি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৯২-এর ব্যানারে পিকনিকে। নানা আয়োজনে মুখর ছিল এই অনুষ্ঠান। দিনভর আনন্দ উৎসবে আড্ডা-খুনসুটিতে কাটে পুরোনো বন্ধুদের কাছে পেয়ে। জীবনের তাগিদে চাকরির সুবাদে কেউ ব্যস্ত সময় পার করছেন, কেউ আছেন ব্যবসা নিয়ে, আবার কেউ উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে বসবাস করছেন। সবাই ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা ঠিক যেন আগের মতোই রয়ে গেছে। তাই তো শত ব্যস্ততার মধ্যেও সবাই ছুটে এসেছেন এই আনন্দ আয়োজনে। অনেক বন্ধুর সঙ্গে অনেক বছর পর দেখা হয়েছে, বুকের সঙ্গে বুক মিলিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে বলেছেন- বন্ধু তুই কেমন আছিস, কতদিন পর দেখা। খাওয়া-দাওয়া, গান, খেলাধুলা, সাঁতার, লাকি কুপন ড্র ইত্যাদি আয়োজনের মাধ্যমে পুরো দিনটি ছিল আনন্দময়। উদ্দাম নৃত্য ও আতশবাজিতে যেন স্বপ্নের মতোই কেটেছে দিনটি।
মন্তব্য করুন