- ফিচার
- 'বীরকন্যা প্রীতিলতা'
'বীরকন্যা প্রীতিলতা'

'বীরকন্যা প্রীতিলতা' সিনেমায় নুসরাত ইমরোজ তিশা
প্রীতিলতা ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবে অংশ নিয়েছিলেন তিনি। ক্রেইগ হত্যা মামলায় আরেক বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস আলীপুর জেলে আটক ছিলেন। জেলেই তাঁর সঙ্গে প্রীতিলতা দেখা করেছিলেন ৪০ বার। সূর্য সেনের নির্দেশ ছিল- একজন বিপ্লবী আরেকজন বিপ্লবীর সঙ্গে দেখা করতে পারবে না। কিন্তু প্রীতিলতা তা অমান্য করেছিলেন। কিন্তু কেন? কী এমন টান ছিল প্রীতিলতার? হয়তো রামকৃষ্ণকে পছন্দ করতেন, ভালোবাসতেন প্রীতিলতা! এর উত্তর কি পাওয়া সম্ভব? কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস 'ভালোবাসা প্রীতিলতা' লেখার আগে এসবের উত্তর খুঁজেছেন।
চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পর প্রীতিলতা বিষ পান করে জীবন উৎসর্গ করেন। তাঁর পোশাকের পকেটে পাওয়া যায় রামকৃষ্ণ বিশ্বাসের ছবি। প্রীতিলতার মনে গোপন করে রাখা ভালোবাসা নিয়ে সেলিনা হোসেন লিখেছেন 'ভালোবাসা প্রীতিলতা'। সেই উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। নির্মাতার কাছে 'বীরকন্যা প্রীতিলতা' শুধু সিনেমা নয়, এটি একটি আন্দোলন।
এ তো গেল সিনেমার কথা। এবারে বলছি অভিনয়শিল্পীদের কথা। দুই মাস আগে প্রকাশ হয় 'বীরকন্যা প্রীতিলতা' সিনেমার টিজার। এতে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে দেখা গেছে বিপ্লবী প্রীতিলতার ভূমিকায়। পরনে পুলিশি পোশাক; মাথায় পাগড়ি। গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছেন টিজারের শেষ অংশে। যা প্রকাশের পরই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন তিশা। তাই তো শুরুতেই তাঁর কাছে জানতে চাই, সাধারণ একজন থেকে বিপ্লবী প্রীতিলতা হয়ে ওঠা কতটা চ্যালেঞ্জিং ছিল? উত্তরে তিশা বলেন, 'অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। প্রীতিলতা প্রত্যেক নারীর অনুপ্রেরণা। এমন একজন বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় এবং সেই মানুষটি হয়ে ওঠা কঠিনই বটে।
প্রীতিলতার ওপর তো কোনো ভিজুয়াল কিছু নেই। সব বই পড়ে জানতে হয়েছে। সিনেমাটি খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস থেকে নেওয়া। লেখক তাঁর বইয়ে যেভাবে লিখেছেন, তা মন দিয়ে পড়েছি। এ ছাড়া প্রীতিলতার ওপর অন্যান্য লেখা পড়েছি। এরপর চরিত্রটি ধারণ করতে হয়েছে। আমি আমার দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চরিত্রটি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি- সিনেমা মুক্তির পর দর্শকই ভালো বলতে পারবেন।' এই সিনেমায় রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তিনি বলেন, 'বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন ও বিপ্লব নিয়েই সিনেমার গল্প। এই সিনেমায় আমার অভিনীত চরিত্রটির কাছে থেকে প্রীতিলতা বিপ্লবী হওয়ার অনুপ্রেরণা পায়। চেষ্টা করেছি চরিত্রটি পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে।'
সিনেমার মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছে টিম প্রীতিলতা। গত ২ নভেম্বর প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে শুরু হয়েছে ছবির প্রচার। এরপর ছিল ঢাকা অংশের প্রচারণা। ৬ নভেম্বর ঢাকার ইডেন মহিলা কলেজে প্রচার চালান চলচ্চিত্রের কলাকুশলীরা। প্রচারণার অংশ হিসেবে ওই দিন প্রকাশ হয় ছবির একটি গান। জানা গেছে, দেশের শিক্ষার্থীরা ছবিটি অর্ধেক মূল্যে দেখতে পারবেন। যার ঘোষণা এরই মধ্যে নির্মাতা দিয়েছেন। এ ছাড়াও সিনেমা হলে প্রদর্শনের পর পরিচালক নিজ উদ্যোগে সিনেমাটি বিভিন্ন জায়গায় দেখাবেন বলে জানান। ভালো প্রস্তাব থাকলে এবং সবাইকে সিনেমাটি দেখার সুযোগ করে দিতে ওটিটিতেও দেওয়ার ইচ্ছা আছে তাঁর। নির্মাতা বলেন, 'করোনাকালে অনেক চড়াই-উতরাই পেরিয়ে সিনেমার দৃশ্যধারণ করেছি। এটি ইতিহাসনির্ভর সিনেমা। যে জন্য সিনেমাটি সবার দেখা দরকার। দর্শক অনেক তথ্য পাবেন। প্রতিটি অভিনয়শিল্পী তাঁদের সেরা কাজটি দিয়েছেন। আমি আশাবাদী, দর্শক সিনেমাটি দেখবেন।'
মন্তব্য করুন