২০১৯ সালে বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত 'কামাল চৌধুরীর কিশোর কবিতা' শিরোনামের বইটি পড়ার পর মনে হয়েছে, আমাদের শিশুসাহিত্যের সামগ্রিক প্রেক্ষাপটে, বিশেষত কিশোর কবিতার জগতে এ বই উজ্জ্বল নক্ষত্রের মতো! যে ভঙ্গিতে, যে ছন্দে এবং মিল ও অমিলের মিশেলে লেখা এ কবিতা যাঁরা কিশোর কবিতা দেদার লিখছেন, তাঁদের অবশ্যই একটু হলেও নড়েচড়ে বসতে বাধ্য করবে।
এমনটা তাহলে হতে পারে!
যারা কিশোর, যাঁরা কিশোর কবিতা পড়তে ভালোবাসেন, অথবা যাঁরা কিশোর কবিতার রসাস্বাদনে আগ্রহী, তাঁরা 'পরিচয়' কবিতাটি পড়তে পারেন। যেখানে কবি বলছেন, '... এই ছবিতে দেশটা জেগে থাক।/ দেশটা তোমার মায়ের মতো মুখ/ দেশটা ভালোবাসায় সবুজ হোক/ তোমায় দেখে সবাই যেন বলে/ খোকন তুমি ধূলি মাটির লোক।' গভীর দেশপ্রেমের শেকড় যাঁর হৃদয়ের গভীরে প্রোথিত, তাঁর
পক্ষেই সম্ভব এমন কিশোর কবিতা লেখা।
কামাল চৌধুরীই পারেন লিখতে 'ছোট ছোট নদী বুকে রেখে দেই'-এর মতো পঙ্‌ক্তি, (ছোট ছোট নদী), 'একটা পৃথিবী আমাদের আছে/ এখানে আমরা থাকি/ এখানে সবাই আলোতে আঁধারে/ জীবনের ছবি আঁকি (জীবনের ছবি)।' 'স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার মহিমা উজ্জ্বলভাবে বিধৃত হয়, যখন তিনি বলেন, 'একদিন ছিল আমরা সবাই/ লিখেছি একটা কবিতা/ সেই কবিতাটা এখনো লিখছি/ কবিতাটা স্বাধীনতা।'
উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। পড়তে হবে আমাদের প্রকৃত স্বাদ পেতে হলে এ বইয়ের কবিতাগুলো। ছড়া, পদ্য এবং কিশোর কবিতা-যা-ই লিখি না কেন, প্রকৃত কবি হতে হবে। কামাল চৌধুরী যে প্রকৃত কবি তার উজ্জ্বল প্রমাণ ধরা আছে 'কামাল চৌধুরীর কিশোর কবিতা'র পরতে-পঙ্‌ক্তিতে। এ বই শুধু কিশোরদের
জন্য নয়, বড়দের জন্যও অবশ্য পাঠ্য।
এই বইটি তোমাদের জন্য প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি। বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন প্রিয় শিল্পী ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ঘরের পাশের যে কোনো বইয়ের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে বইটি। চাইলে ঘরে বসে অনলাইনেও সংগ্রহ করতে পারবে। বইটি পড়ে জানিও; কেমন লাগলো তোমাদের!

বিষয় : বইয়ের খোঁজ

মন্তব্য করুন