- ফিচার
- যশোরে চামড়া শিল্পনগরীর সম্ভাব্যতা যাচাই হচ্ছে
যশোরে চামড়া শিল্পনগরীর সম্ভাব্যতা যাচাই হচ্ছে

কারখানায় চলছে চামড়া প্রক্রিয়াজাতকরণ। ফাইল ছবি
ঢাকার সাভারের পর এবার যশোরের রাজারহাটে নতুন একটি চামড়া শিল্পনগরী স্থাপনের কথা ভাবছে সরকার। সেখানে চামড়া শিল্পনগরী স্থাপনের জন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাই ও তথ্য-উপাত্ত সংগ্রহ করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
'বিসিক চামড়া শিল্পনগরী, রাজারহাট, যশোর' শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের জন্য চলতি মাসের শুরুর দিকে এই কমিটি গঠন করা হয়েছে। বিসিকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালককে ছয় সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। এতে যশোরের জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন উপপরিচালক এবং পরিবেশ অধিদপ্তরের একজন উপপরিচালকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্য দু'জন বিসিকের কর্মকর্তা। বিসিকের সচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী মাহবুবুর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশ বলা হয়েছে, এই কমিটি প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য জমির বিভিন্ন দিক, শিল্পনগরী স্থাপনের চাহিদা, গ্যাস, বিদ্যুৎ ও পানি পাওয়ার সুযোগ, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিবেচনা করে চামড়াভিত্তিক শিল্পনগরী স্থাপনের সুপারিশ করবে।
কমিটি যশোর সদর উপজেলার রাজারহাটে প্রস্তাবিত প্রকল্পের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান সরেজমিন পরিদর্শন করে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করবে এবং শিল্পনগরী স্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিসিক চেয়ারম্যানের কাছে প্রতিবেদন পেশ করবে। এ ছাড়া আনুষঙ্গিক অন্যান্য বিষয়েও পর্যবেক্ষণ করবে তারা।
যশোর জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা, ট্যানারি মালিক সমিতি, চেম্বার অব কমার্সসহ চামড়া খাতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিমিয় করবেন কমিটির সদস্যরা। বিসিক যশোর জেলা কার্যালয়ের প্রধান কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন