'বিজমায়েস্ট্রোজ' ইউনিলিভার বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফ্ল্যাগশিপ বিজনেস কেস কম্পিটিশন। ২০১০ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এরপর গত ১২ বছর নিয়মিতভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে ইউনিলিভার বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের 'বাস্তব ব্যবসার রোমাঞ্চকর অভিজ্ঞতা' দেওয়া এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। এবার ১৩তম আসরে 'বিজমায়েস্ট্রোজ' প্রতিযোগিতার থিম নির্ধারিত হয়েছে- 'তোমাকে সঙ্গে নিয়েই বাংলাদেশের উত্তরণ' অথবা 'বাংলাদেশ রাইজিং উইথ ইউ'। এবারের থিমে দেশের তরুণদের যোগ্যতা ও সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে তাঁরা দক্ষতা ও আগ্রহ অনুযায়ী নিজেদের কাজের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে পারেন।
এ বছর প্রথম রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হয়, যেখানে দলগুলো তাদের পাঁচ মিনিটের ভিডিও জমা দেয়। দ্বিতীয় রাউন্ড ও গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীদের সশরীরে এবং ভেন্যুতে উপস্থিত থাকতে হয়েছে।
শীর্ষ ছয় ফাইনালিস্টের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর 'বিজমায়েস্ট্রোজ ২০২২'-এর চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিম 'এক্সট্রা ড্রিল'। এবারের আসরে গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- সিব্বির রাইয়ান, আকিবুর রহমান এবং ফেরদৌস হাসান। তাঁরা যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য ইউনিলিভারের বৈশ্বিক প্ল্যাটফর্ম 'ফিউচার লিডার্স লিগ (এফএলএল) ২০২৩'-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আন্তর্জাতিক অঙ্গনের এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।
এবারের বিজমায়েস্ট্রোজ প্রতিযোগিতার প্রথম রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিম 'ইনমেটস'। এর সদস্যরা হলেন- ইসরাত জাহান ইকরা, সৈয়দ ফাতিন ইশরাক ও নাঈম আবরার। দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) টিম 'ফাইনাল গ্যাম্বিট'। দলটির সদস্যরা হলেন- মারজুকা আহমেদ চৌধুরী, শিলাচি মৈত্র ও জি এম নাইমুজ সাদাত।
প্রতি বছর বিজমায়েস্ট্রোজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে 'ফিউচার লিডার্স লিগ' শীর্ষক বৈশ্বিক প্রতিযোগিতার মঞ্চে যাওয়ার সুযোগ করে দেয় ইউনিলিভার। বৈশ্বিক প্রতিযোগিতাটির আয়োজন করা হয় যুক্তরাজ্যের লন্ডনে। এতে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ইউনিলিভারের এ ধরনের প্রতিযোগিতার বিজয়ী দলগুলো অংশ নিয়ে থাকে। অতীতে বাংলাদেশের চ্যাম্পিয়ন দল বৈশ্বিক প্রতিযোগিতায়ও তাদের মেধার প্রমাণ দিয়েছে এবং দু'বার 'চ্যাম্পিয়ন' ও তিনবার রানার্সআপ হয়েছে।
গত ২২ নভেম্বর রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত গ্র্যান্ড ফিনালে স্বনামধন্য ব্যক্তিত্বরা জুরি হিসেবে উপস্থিত থেকে ফাইনালিস্ট টিমগুলোকে মূল্যায়ন করেন। জুরিরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের (এসসিবি) সিইও নাসের এজাজ বিজয়, ইউনিলিভার বাংলাদেশের সিইও অ্যান্ড এমডি জাভেদ আখতার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কে এস এম মিনহাজ। া