গেমস অব থ্রোনসের অন্যতম জনপ্রিয় সিরিজ 'গেম অব থ্রোনস :উইন্টার ইজ কামিং'। রিয়েল টাইম স্ট্র্যাটেজি পিসি ব্রাউজার গেমটি ডেভেলপ করেছে চীনা প্রতিষ্ঠান ইয়োজো গেম। গেমটি সাধারণ যে কোনো পিসিতে অনায়াসে খেলা যাবে। মাল্টিপ্লেয়ার স্ট্র্যাটেজি ধাঁচের অনলাইন এ গেমটি খেলার জন্য প্রয়োজন হবে শুধু ইন্টারনেট সংযোগ। ডাউনলোড না করেও ওয়েব ব্রাউজারে খেলা যাবে এটি। পাশাপাশি মাইক্রোসফট উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মেও খেলা যাবে গেমটি।

কাহিনি

টিভি সিরিয়ালনির্ভর অনলাইন এ গেমটি শুরু হয় অ্যাডার্ড স্টার্কের (নেড) মৃত্যুর পর। এখানে গেমারকে নেডের স্থলাভিষিক্ত হয়ে সিংহাসনে বসতে হবে। শুরু হবে টিকে থাকার লড়াই। প্রথমে গেমারকে দায়িত্ব দেওয়া হবে প্রাসাদ ও আশপাশের এলাকা ঠিকঠাক করতে। এই কাজ শেষ হলে নতুন যোদ্ধা নিয়োগ দিতে হবে। শুধু তাই নয়, তাদের প্রশিক্ষণও দিতে হবে। গেমারকে সব সময় খেয়াল রাখতে হবে তার এলাকার দিকে। কারণ যে কোনো সময় বিদ্রোহী নেতা হামলা করতে পারে। সৈন্যদের হাত পাকা করতে আশপাশের এলাকা দখল করতে হবে। গড়ে তুলতে হবে খামার, খনি, গুদামের মতো স্থাপনা। এগুলো থেকে পাওয়া যাবে গেমের অন্যান্য কাজ করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং অর্থ। যথেষ্ট পরিমাণ সৈন্য তৈরি হলে শুরু হবে মূল গেম। গেম এগিয়ে চলার সঙ্গে সঙ্গে অর্থ, প্রভাব ও শক্তি সঞ্চয় করতে হবে। গেমটির সব মূল চরিত্রে পাওয়া যাবে একজন সেনাপতি। তার থাকবে নিজস্ব হামলার ধরন। তাদের ব্যবহারের জন্য বোমা, অস্ত্র ও অন্যান্য সামগ্রীও বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতে হবে। আর সৈন্যরা কীভাবে যুদ্ধ করবে, সেটিও ঠিক করে নিতে হবে যুদ্ধের আগেই। সব প্রস্তুতির শেষে হলে নামতে হয় যুদ্ধে। মিশনে দুইয়ের বেশিও যুদ্ধ থাকতে পারে। যুদ্ধে জিতলে পাওয়া যাবে পুরস্কার। এভাবেই এগোবে গেম। আর যুদ্ধ শেষে ফিরে আহত সৈন্যদের সারিয়ে তুলতে হবে। প্রাসাদ ও আশপাশের এলাকা উন্নয়ন করতে হবে। অনলাইন গেম হওয়ায় গ্রাফিকস তেমন উন্নত করা সম্ভব হয়নি। গেমটিতে বুদ্ধি খাটানোর বেশ কিছু সুযোগ রয়েছে। খেলার সময় ৩০ রকম ভিন্ন ভিন্ন জায়গা এবং আবহাওয়ার দেখা মিলবে। গেম অব থ্রোনসের আসল টিভি সিরিজে ঢেকে রাখা কিছু রহস্যের সমাধানও করা যাবে। এ ছাড়া কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তও যোগ করা হয়েছে এতে। সিরিজটির জনপ্রিয় কয়েকটি চরিত্রের দেখা মিলবে এতে। যার মধ্যে অন্যতম টিরিয়ন ল্যানস্টার। ১৫ বছরের ওপরে যে কেউ গেমটি খেলতে পারবে। গেমটি ব্রাউজারে অথবা পিসিতে ডাউনলোড করে খেলা যাবে। তবে শিগগিরই গেমটির স্মার্টফোন সংস্করণও উন্মুক্ত হবে।

খেলতে যা লাগবে

উইন্ডোজ সংস্করণ খেলতে নূ্যনতম উইন্ডোজ ৭, ইন্টেল কোর আই থ্রি প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৫১২ মেগাবাইট ভিডিও কার্ড (ডাইরেক্ট এক্স ১০ ক্যাপাবিলিটিজ), স্টোরেজ ২ জিবি।