হাঙ্গেরি সরকার 'স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৩-২৪' কর্মসূচির আওতায় বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। এ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল ও নিউক্লিয়ার এনার্জেটিকসে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ তারিখ ২০২৩ সালের ১৬ জানুয়ারি। হাঙ্গেরিতে পড়ালেখার মান বেশ ভালো। বৃত্তির সুবিধা এবং পড়া শেষে চাকরির সুযোগ থাকায় অনেকেই উচ্চশিক্ষার জন্য সেখানে পাড়ি জমান।

প্রয়োজনীয় তথ্য

স্কলারশিপ পেতে হলে অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল থাকতে হবে। আর আইইএলটিএসে ৭ থেকে ৭.৫-এর মধ্যে স্কোর করা ভালো। সহশিক্ষা কার্যক্রমগুলোতে সম্পৃক্ত থাকলে খুবই ভালো। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, জন্মনিবন্ধন সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, সহশিক্ষা কার্যক্রমের সার্টিফিকেট, শিক্ষকের দেওয়া রিকমেন্ডেশন লেটারও সঙ্গে রাখতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মোটিভেশনাল লেটার। রিকমেন্ডেশন লেটার আপনার প্রোফাইলকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। আর মোটিভেশনাল লেটারে আপনাকে উল্লেখ করতে হবে- কেন আপনি এখানে পড়তে চান, কেন এই স্কলারশিপ চান, কেন এ বিষয় নিয়েই পড়তে চাইছেন, এখানে পড়লে হাঙ্গেরিতে আপনি কেমন ভূমিকা রাখবেন, নিজ দেশের জন্য কী করবেন ইত্যাদি।

সুযোগ-সুবিধা

এখানে মেডিসিন, ফার্মেসি, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয় নিয়ে পড়া যাবে। সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি ডরমিটরিতে বিনা খরচে থাকার ব্যবস্থা, জীবনযাত্রার ব্যয় নির্বাহের খরচ, স্বাস্থ্যবীমা ইত্যাদি।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষেই অনেকে ইন্টার্নশিপ শুরু করেন এবং স্নাতক শেষে সবাই চাকরিতে ঢুকে পড়েন। তাঁরাও নতুনদের চাকরি পেতে সাহায্য করেন। এ ছাড়া খণ্ডকালীন চাকরির সুযোগ তো থাকছেই।

যা মনে রাখতে হবে

সব সময় পরিকল্পনা করে কাজ করুন। বারবার চেক করুন আপনার সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র নেওয়া হয়। এরপর যাচাই-বাছাই করে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ফেব্রুয়ারিতে একটি প্রাইমারি লিস্ট প্রকাশ করা হয়। সেখানে উত্তীর্ণ ব্যক্তিরা হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য এপ্রিলে একটি ভর্তি পরীক্ষা দেন। এরপর জুলাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের অফার লেটার দেওয়া হয়। প্রথমবার সুযোগ না মিললেও পরেরবার আবেদন করার সুযোগ তো থাকছেই। https://apply.stipendiumhungaricum.hu