বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ক্লাব বিজবক্সের উদ্যোগে গুলশান ক্যাম্পাসে 'বিজনেস ফেস্ট-২০২২' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ ঘটিকায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল লাইস এমএস হক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির অ্যাডভাইজার মেজর জেনারেল (অব.) কাজী আশফাক আহমেদ, রেজিস্ট্রার মো. রুহুল আমিন, স্কুল অব বিজনেসের চেয়ারম্যান মো. মুজাক্কীরুল হুদা, অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মো. আব্দুল গাফফার, অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস ডিপার্টমেন্ট হেড মঞ্জুরুল হক খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার অ্যান্ড কো-অ্যাডভাইজার মারভিন রাজী মেবিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।