- ফিচার
- শার্টের বোতাম ডানে অথবা বাঁয়ে কেন?
শার্টের বোতাম ডানে অথবা বাঁয়ে কেন?

কখনও খেয়াল করেছেন কি ছেলেদের শার্টের বোতাম ডান দিকে আর মেয়েদের শার্টের বোতাম বাঁ দিকে থাকে? অনেক বছর আগে থেকে এমনটি হয়ে আসছে। কিন্তু কেন এমন হয়, তা নিয়ে লিখেছেন ফারহানা ইয়াসমিন
অনেক যুগ আগে পোশাক তৈরি হতো লিঙ্গভেদে। অর্থাৎ পুরুষরা এক ধরনের পোশাক পরতেন আর নারীরা অন্য ধরনের। নারীরা চাইলেও সব রকম পোশাক পরার স্বাধীনতা পেতেন না। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তন দেখা যাচ্ছে পোশাক-আশাকে। পুরুষ-নারী নির্বিশেষে সবাই এখন পোশাক নিয়ে বেশ সচেতন। নিজেদের সৌন্দর্য বৃদ্ধিতে তাঁরা পোশাক নিয়ে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করেন। যেমন- শার্ট ছেলেদের পোশাক হলেও মেয়েরা এখন এই পোশাকটি ব্যবহার করছেন খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে। এ ক্ষেত্রে একটি বিষয় দেখা যায়, ছেলেদের শার্টের বোতাম ডান দিকে থাকে আর মেয়েদের থাকে বাঁ দিকে। এই পার্থক্য শুধু যে শার্টের মধ্যে সীমাবদ্ধ তা নয়। শাড়ির সঙ্গে নারীরা যে ব্লাউজ পরিধান করেন, সেই ব্লাউজের বোতামও বাঁ পাশে থাকে। এর পেছনে বৈজ্ঞানিক বা বাস্তবসম্মত কারণ নেই। কিন্তু ১৮৫০ সাল থেকে এ বিষয়ের ওপর নানা থিওরি প্রচলিত।
উচ্চবিত্ত নারীর সেবায় দাসীর প্রচলন ছিল :আগেকার রাজা-বাদশাহদের আমলে উচ্চবিত্ত পরিবারের নারীদের সাজিয়ে দেওয়ার জন্য দাসী ছিল। ওই নারীরা নিজেদের পোশাক নিজে পরতেন না। দাসীরা পরিয়ে দিতেন। সে জন্য নারীদের শার্ট বা ব্লাউজের বোতাম বাঁ দিকে থাকত যেন পরিচারিকা বা দাসীর পোশাক পরাতে সুবিধা হয়। কারণ ডান হাত দিয়ে সহজেই বাঁ দিকের বোতাম আটকানো যায়।
পুরুষদের তলোয়ার সহজে বের করার সুবিধা ছিল :অনেক ইতিহাসবিদরা মনে করেন, পুরুষরা তাঁদের অস্ত্র বা তলোয়ার ডান হাতে ধরতেন কোথাও যাওয়া বা যুদ্ধের সময়। এমন সময় পোশাক খোলার প্রয়োজন হলে তাঁরা খুব সহজে বাঁ হাত ব্যবহার করে পোশাক খুলতে পারতেন। আবার অনেক সময় পুরুষরা পোশাকের ডান দিকের বোতাম তাড়াতাড়ি বাঁ হাত দিয়ে খুলে পোশাকের ভেতর লুকিয়ে রাখা অস্ত্র বের করে আনতে পারতেন খুব সহজেই। মূলত এই দুই কারণে প্রাচীন আমলে পুরুষদের পোশাকের বাঁ পাশে বোতাম থাকত বলে ধারণা করা হয়।
যখন যোগাযোগের মাধ্যম ঘোড়া ছিল :কথিত আছে, প্রাচীনকালে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ঘোড়া। সে সময় পুরুষের পেছনে নারীরা বসতেন এবং ওই সময় দমকা হাওয়া এলে যেন বোতাম খুলে না যায়, সেদিক বিবেচনা করে নারীদের বাঁ দিকে এবং পুরুষদের ডান দিকে বোতাম আটকানোর নিয়ম ছিল।
নেপোলিয়ন তত্ত্ব :ফরাসি সম্রাট নেপোলিয়নের বিখ্যাত একটি স্টাইল ছিল, যেটি এই বোতামের ভিন্নতার জন্য। নেপোলিয়ন তাঁর শার্টের মধ্যে একটি হাত ঢুকিয়ে রাখতেন। বিষয়টি দেখে অনেক ফরাসি নারী হাসাহাসি করতেন সম্রাটকে নিয়ে। পরবর্তীকালে সম্রাট নারীদের জন্যও শার্টের অর্ডার দেন এবং তখন থেকে তাঁরা শার্ট পরা শুরু করেন। তবে পুরুষ আর নারীদের শার্ট আলাদাকরণের জন্য তিনি নারীদের শার্টের বোতাম ডান পাশে দিতে বলেন। এভাবেই বোতামের ভিন্নতা চলে আসে নারী-পুরুষের পোশাকে। যদিও এ ঘটনার কোনো প্রমাণ নেই। তবে কালক্রমে এই গল্পকাহিনি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে।
ইউনিসেক্স ফ্যাশন :বর্তমান সময়ে ইউনিসেক্স ফ্যাশন বেশ জনপ্রিয়। ইউনিসেক্স ফ্যাশনে ছেলেমেয়ে উভয়ের পোশাকে কোনো পার্থক্য নেই। উভয়ে একই পোশাক পরতে পারেন। তবে এই ফ্যাশনের জগতেও বোতামের ক্ষেত্রে এই ছোট্ট পার্থক্য দেখা যায়। া
মডেল :ইমরান খান
মন্তব্য করুন