তেমন স্পর্শের কথা ভাবি-
যেখানে
ধোঁয়ামাখা তামাটে সন্ধ্যায় ঘুমপাতা পড়ে ঝরে
জলের মিনারে জড়ো হয় যত আয়ুরেখা
আর বৃষ্টি সেখানে থামেই না
তেমন স্পর্শের কথা ভাবি-
যেখানে
কাঁটাযুক্ত এক বর্তুল ভূমি ছেড়ে
অজানা যাত্রাপথে পা রাখলেই
মায়ার ভ্রুকুটিতে আচমকা
খুলে দাও তুমি দুপুর দরজা
তেমন স্পর্শ...
মন্তব্য করুন