উপকূলীয় অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি সমস্যা দূর করতে যৌথভাবে কাজ করবে দুটি বেসরকারি সংস্থা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেল সমঝোতা স্মারক সই করে রাইট টু গ্রো কনসোর্টিয়াম বাংলাদেশ ও সিভিল সোসাইটি অ্যালায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশন (সিএসএ ফর সান, বাংলাদেশ)। আগামী পাঁচ বছর প্রান্তিক শিশুদের নিয়ে সংস্থা দুটি যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়।

 সংশ্লিষ্টরা জানান, খুলনা, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী জেলার ৪০ ইউনিয়নের প্রান্তিক শিশুদের অপুষ্টির হার খুব বেশি। এ কারণে খর্বকায় শিশুর সংখ্যাও এসব এলাকায় কম নয়। এ অবস্থার উত্তরণই হবে তাঁদের লক্ষ্য।

রাইট টু গ্রো কনসোর্টিয়ামের পক্ষে ম্যাপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ এবং সিএসএ ফর সানের পক্ষে নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ সমঝোতায় সই করেন। এ কার্যক্রমে সহযোগিতায় রয়েছে সেভ দ্য চিলড্রেন, সেভ দ্য চিলড্রেন রাইট টু প্রজেক্ট এ লবি।

রাইট টু গ্রো প্রজেক্ট ব্যবস্থাপক তাওফীকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের এফএসএল/চাইল্ড পোভার্টি পরিচালক তানিয়া শারমিন। উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন কুমার চক্রবর্তী, সিএসএ ফর সান বাংলাদেশের সচিব ও সেভ দ্য চিলড্রেনের চিফ অব পার্টি-সুচনা ডা. শাহেদ রহমান, রাইট টু গ্রো প্রজেক্ট কনসোর্টিয়াম বাংলাদেশের টিম লিড ইকবাল আজাদ প্রমুখ।