বিজ্ঞান লেখক হেনরি জি 'আ (ভেরি) শর্ট হিস্টোরি অব লাইফ অন আর্থ : ৪.৬ বিলিয়ন ইয়ার্স' গ্রন্থের জন্য ব্রিটেনের বিখ্যাত রয়্যাল সোসাইটি সায়েন্স বুক পুরস্কার জিতেছেন। ২৯ নভেম্বর (মঙ্গলবার) লন্ডনে এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।
রয়্যাল সোসাইটির পক্ষ থেকে বলা হয়, এটি অত্যন্ত জরুরি লেখা, যা আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিজ্ঞানকে প্রতিফলিত করে। এটি এমন একটি বই, যা বিচারকরা সত্যিকার অর্থে ভীষণভাবে খুঁজছিলেন। বিজ্ঞানের কথা প্রাঞ্জলভাবে তুলে ধরা হয়েছে এখানে।
স্নায়ুবিজ্ঞানী ও এবারের বিচারক প্যানেলের প্রধান মারিয়া ফিটজেরাল্ড বলেছেন, 'এটি এমন ইতিহাস, যা আপনি আগে কখনও পড়েননি। হেনরি জি পৃথিবী নামক গ্রহটির জন্ম, জীবনের উত্থান এবং মানুষের বিবর্তনের মধ্য দিয়ে আমাদের ৪.৬ বিলিয়ন বছরের এক ঘূর্ণিযাত্রায় নিয়ে যান।'
১৯৮৮ সাল থেকে রয়্যাল সোসাইটি সায়েন্স বুক পুরস্কার প্রদান শুরু হয়। এ পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন- 'আ শর্ট হিস্টোরি অব নিয়ারলি এভরিথিং'-এর বিল ব্রাইসন, 'ইনভিজিবল উইমেন : এক্সপোজিং ডেটা বায়াস ইন আ ওয়ার্ল্ড ডিজাইনড ফর মেন'-এর ক্যারোলিন ক্রিয়াডো প্রমুখ।

বিষয় : হেনরি জি

মন্তব্য করুন