সকালকে দাড়ি কামাতে বসিয়ে রেজার উধাও! 
এসবের কোনো মানে হয় না মিস্টার ক্রিটিক! সত্যিই কোনো মানে হয় না।
তবু সারারাত জেগে মানে খুঁজবেন, মানে খুঁজে খুঁজে একটা বিরাট ফর্দ লিখে ফেলবেন।
তারপর সেই ফর্দকে সংকুচিত করতে করতে করতে করতে করতে করতে...
আপনি ক্লান্ত হবেন ক্লান্ত হবেন ক্লান্ত হবেন...
তারপর থাকবে শুধু একটি ডট
আর সবাই তখন হাততালি দেবে খুব।
বাহবায় বাহবায় ফুলে উঠবে আপনার বুক ও পেট!
আপনি তখন ঘন ঘন কলম ঘোরাবেন ডট এর চারিধারে।
তারপর আপনার নামের প্রবেশদ্বারে বসিয়ে দেবেন টুপ!
চিরকাল সেই প্রহরী আপনাকে দিয়ে লিখিয়ে নেবে সকালের মানে।
কিন্তু সত্যিই বলছি, রেজার পলাতক আর সকালকে বসিয়ে রাখা হয়েছে সেই সকাল থেকে।
এবং আবারও সত্যি বলছি- এসবের সত্যিই কোনো মানে হয় না।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন