নৃত্য নিজেই মুগ্ধ ছন্দজাদুতে
বিজলিও বিস্মিত চমকেঝলকে
বায়ু শিহরিত চিতার ক্ষিপ্রতায়
দুর্গম সুড়ঙ্গ গড়ে দিয়ে মুহূর্ত মূর্ছাপ্রায়
আগুনগোলক ছুটবে এবার লক্ষ্যভেদী
ওইপাশে প্রতীক্ষাকাতর জাল
আছড়ে পড়বে ঢেউ, মুহুর্মুহু চুমু
জন্ম নেবে অবিশ্বাস্য সুন্দর, আর
তখনই শিল্পীর মুখে উদ্ভাসিত
শিশু ও সন্তের হাসি
মেসি মেসি!
দুই.
আগ্রাসী তাণ্ডব
অহংকারী ঝড়
ভুয়োদর্শী লাল চোখ
বিষময় ঘূর্ণি, সর্প-দর্প
বিপরীতে
একখণ্ড সবুজ লতিকা
ঋজু দৃঢ় সুপ্রতিজ্ঞ
রাজাধিরাজ
মিরাজ মিরাজ!
বিজলিও বিস্মিত চমকেঝলকে
বায়ু শিহরিত চিতার ক্ষিপ্রতায়
দুর্গম সুড়ঙ্গ গড়ে দিয়ে মুহূর্ত মূর্ছাপ্রায়
আগুনগোলক ছুটবে এবার লক্ষ্যভেদী
ওইপাশে প্রতীক্ষাকাতর জাল
আছড়ে পড়বে ঢেউ, মুহুর্মুহু চুমু
জন্ম নেবে অবিশ্বাস্য সুন্দর, আর
তখনই শিল্পীর মুখে উদ্ভাসিত
শিশু ও সন্তের হাসি
মেসি মেসি!
দুই.
আগ্রাসী তাণ্ডব
অহংকারী ঝড়
ভুয়োদর্শী লাল চোখ
বিষময় ঘূর্ণি, সর্প-দর্প
বিপরীতে
একখণ্ড সবুজ লতিকা
ঋজু দৃঢ় সুপ্রতিজ্ঞ
রাজাধিরাজ
মিরাজ মিরাজ!
মন্তব্য করুন