মা মা গন্ধে ভেসে যায়
আত্মার বেদিতল
দুটো শঙ্খ নদী বাসা বেঁধেছিল
বুকের দুই পাশে
হৃদয় নত হয়ে এসেছিল
স্বপ্নের কাছাকাছি;
রোমশ বুকে তার
পাঁচটি আঙুলে
খেলা করেছিল
জুঁই ফুলের অন্তর্গত বেদনা।

আমি কি তবে
অর্ধেক ছিলাম প্রেমিকা,
বাকি অর্ধেক মা?

বিষয় : পদাবলি

মন্তব্য করুন