আমার পিছনে নীল- নীল
সম্মুখে বিস্টত্মীর্ণ তৃণাঞ্চল ;
মাঝে, চোখ- বাঁধা, হাত-মোড়া
দাঁড় করিয়েও দেয়া হল,
ফায়ারিং স্কোয়াডের মুখে;
টিকে আছি, কারণ হয়তো-বা,
আমিই একক অপরাধী ;
মাটির দীপ্র অভিশাপ,
জলের কূহকি প্রতিলিপি,
পাশ ছুঁয়ে থ্রিনটথ্রির গুলি
একবার নয় আটবার;
প্রমাণের বাকি রয় কিছু;
অপরাধী নাই হলে তবু,
নির্ঘাত বেলাজ স্বার্থান্বেষী ;
নীল ধোঁকে সমুদ্র অপার,
বনভূমি অগ্নিকু-, জ্বলে !
তবে কি হয়তো-বা হয়, ক্ষণ,
সমাগত প্রত্যাবর্তনের, কই !

বিষয় : পদাবলি

মন্তব্য করুন