সত্তর দশকের বিশিষ্ট কবি শিহাব সরকার। তাঁর জন্ম ২ মার্চ ১৯৫২ সালে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক। তিনি একাধারে কথাসাহিত্য, অনুবাদে সিদ্ধহস্ত। শিহাব সরকারের উল্লেখযোগ্য প্রকাশিত কবিতাগ্রন্থের মধ্যে রয়েছে- 'লাল যৌবন দিন', 'তোমার ক্ষত্রিয়', 'জয় হবে দীর্ঘশ্বাসে', 'করো গান মনোজোছনার', 'ব্যাবিলন এক্সপ্রেস', 'পনেরোই আগস্ট ভোরে', 'কবিতা চতুর্দশী চৌদ্দ দেশের কবি ও কবিতা', 'মুক্তিযুদ্ধের কবিতা'। লিখেছেন মুক্তিযুদ্ধের গল্প। তাঁর উপন্যাস 'মায়াবন', 'সেই এক ঝড়ে', 'দুঃসময়ের পাত্রপাত্রী', 'কুজি গ্রহের আলো'।
তিনি ২০১৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। আরও পেয়েছেন শিশু একাডেমি সাহিত্য পুরস্কার।
-দূর শৈশবের প্রথম স্মৃতি-
-- আম্মা শুয়ে আছেন, নিথর। নিঃস্পন্দ। দুই ঠোঁটের ফাঁকে একটা হলুদ ক্যাপসুল। পাশে আব্বা হতবিহ্বল। বালক আমি বুঝতে পারছিলাম না, কী হচ্ছে!

- শৈশব কৈশোরের বন্ধু যাঁরা-
--ছোটবেলায় আমার বন্ধু ছিল নানা শ্রেণির। এদের মধ্যে আমার মতো শহুরে মধ্যবিত্ত; উচ্চবিত্ত এবং অতি নিম্নবিত্ত। যেমন- রিকশাঅলা, ফেরিঅলাদের সন্তান, সবাই ছিল। তখন আমি ঢাকায় বসবাসকারী একজন চাকরিজীবী পিতার সন্তান।
- যে ব্যক্তিগত ঘটনার প্রভাব আপনাকে কবি করেছে-
--এক সহপাঠিনীর জন্য তীব্র্র ভালোবাসার বোধ।
- প্রথম বই প্রকাশের স্মৃতি-
--সে বলার মতো নয়। জাগরণে, নিদ্রার ঘোরে, স্বপ্নে শুধু আমার বইটি। সারাক্ষণ বইটি থাকত আমার সঙ্গে। সবার অগোচরে বইয়ের গন্ধ শুঁকতাম।
- প্রিয় কবি, কথাসাহিত্যিক যাঁরা এবং যে কারণে তাঁরা প্রিয়-
--দেশ-বিদেশ মিলিয়ে অনেক। নানা কারণে তাঁরা প্রিয়। এই অল্প পরিসরে সবার নাম বলা কঠিন।
- যে বইগুলো বারবার পড়েন-
--কল্লোল যুগ, পাবলো নেরুদার মেমোরিজ, হাসান আজিজুল হকের গল্প, জীবনানন্দ দাশ, আরও অসংখ্য বই।
- যে কবি-কথাসাহিত্যিকের লেখা পড়ে ঈর্ষা বোধ হয়-
--আমি কাউকে ঈর্ষা করি না।
- কবি ছাড়া শিল্পের পথে আরও যা হতে পারতেন-
--মুভি মেকার বা চিত্রপরিচালক।
- এখন বন্ধু যারা-
--নাম না-ই বললাম।
- প্রিয় সংগীতশিল্পী-
--বড়ে গোলাম আলী, রবিশঙ্কর, মেহেদি হাসান, পঙ্কজ উদাস, আবদুল আলীম। লতা, ঊষা তো আছেনই।
- অন্য ধারার প্রিয় শিল্পী; যে কারণে প্রিয়-
--ফ্রাংক সিনাত্রা, এলভিস প্রেসলি, জোয়ান বেইজ, মাইকেল জ্যাকসন প্রমুখের গান।
- ব্যক্তিগত যে সীমাবদ্ধতা আপনাকে কষ্ট দেয়-
--আমার স্পর্শকাতরতা।
- আপনার চরিত্রের শক্তিশালী দিক-
--অপরিসীম সহনশীলতা। অর্থাৎ আমার ধৈর্য।
- প্রিয়জনের কাছ থেকে সবচেয়ে বেশি শোনা প্রশংসাবাক্য-
--বিনয়ী।
- মানুষের ব্যক্তিত্বের যে দিকটি আপনাকে তার প্রতি আগ্রহী করে তোলে-
--একজন মানুষের অমায়িকতা এবং সারল্য।
- প্রিয় উদ্ধৃতি-
--নো দাইসেল্কম্ফ বা নিজেকে জানো।

বিষয় : শিহাব সরকার

আরও পড়ুন

মন্তব্য করুন