সাগরের নোনা পানিতে পা ভিজিয়ে খোলা আকাশের নিচে হাঁটতে ভালো লাগে। এমনই একদিন সাগর তীরে সন্ধ্যার হাওয়া উপভোগ করছি। হঠাৎ দেখি, দূর থেকে কী যেন একটি ভেসে চিৎকার দিচ্ছে। আমি কাছে গিয়ে দেখি অন্যরকম এক মাছ। দেখতে বেশ অদ্ভুত। আর সে অনেকটা টেনিস বলের মতো। পুরো দেহটাই যেন মাথা! সে আমাকে দেখেই বলে, বাঁ-চা-ও! বুঝলাম, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তারপর আমি তাকে কিছুক্ষণ আমার কাছে রেখে রং করে পানিতে ছেড়ে দিলাম!
বয়স : ১+২+৩+৩ বছর; তৃতীয় শ্রেণি, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা

বিষয় : মাছের চিৎকার

মন্তব্য করুন