ফড়িংয়ের দল, জানি, পরীক্ষা নিয়ে বড্ড ব্যস্ত দিন কাটছে আপনাদের! এও জানি, এই ব্যস্ততার ভেতরও আপনারা দেশটাকে নিয়ে ভাবেন। ভাবেন, আমাদের বিজয় দিবস নিয়েও। মনে মনে এই নিয়ে লিখেন আর আঁকেন এত্তো এত্তো ছবি!
তাই বলছিলাম কি, বিজয় দিবস নিয়ে আপনাদের ভাবনা, আপনাদের আঁকাআঁকি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা তা খুব যত্ন করে ছেপে দেব। লেখার সঙ্গে নাম, ঠিকানা, শ্রেণি, স্কুলের নাম- এসব লিখে দেবেন কিন্তু।

আমাদের ঠিকানা-
ফড়িং মিয়া, ঘাসফড়িং, দৈনিক সমকাল, টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) ৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা