এই মাছটার নাম ঝিংটু। সাগরে বসবাস তার। সে যে সাগরে থাকে সেই সাগরে থাকে ভয়ংকর এক হাঙর। তাকে দেখে সবাই ভয় পায়। তবে একটা মজার ঘটনা হলো, হাঙরটা ভয়ংকর হলেও খুবই ভীতু। কিন্তু এই কথা সবাই জানতো না। ভীতু হাঙর চোখে বেশি দেখতে পায় না। তাই সে রাতে তেমন বের হয় না। এক রাতে হাঙর ভয়ে ভয়ে বের হলো। একটু যেতেই দেখলো টেনিস বলের মতো একটা মাছ। মাছটাকে দেখে সে খুব আনন্দিত হলো। ভীতু হাঙর মাছটার কাছে যেতে চাইলো এবং যেতে থাকলো। এই দেখে ছোট মাছ ঝিংটু ভয় পেয়ে গেলো। সে ভাবলো হাঙর বুঝি তাকে তাড়া করতে আসছে। অমনি লাগালো ছুট! ছুটতে ছুটতে তার শরীর-মাথা ঘামতে থাকলো। বিশ্বাস না হলে তোমরাই দেখো, ঝিংটুর মাথা দিয়ে কেমন ঝরছে ঘাম। ঝিংটু দৌড়ায় আর জিব বের করে হাঁপায়! হাঁপাতে হাঁপাতে তবু ছুটতে থাকে...!
বয়স : ৩+৩+৩ বছর; চতুর্থ শ্রেণি, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বিষয় : ছোট মাছ

মন্তব্য করুন