টিংকু মামা কুংফু জানে
এই নিয়ে তার অহংকার
মাটিতে তার পড়ে না পা
হাওয়া কেটে চুরমার!
এর সঙ্গে আর ওর সঙ্গে রোজ
গল্প করে বানিয়ে
একশোটা ইট ভাঙতে পার
শক্ত দুটি হাত দিয়ে!
কিন্তু সেদিন গভীর রাতে
পড়লো পাড়ায় চোর
টিংকু মামা বললো ক্ষেপে
তুলবো রে ছাল তোর!
যেই না মামা চোরের সঙ্গে
লাগতে গেলো পর
চোর বেটাটা সেই না জোরে
লাগিয়ে দিলো চড়।
উল্টে পড়ে বললো মামা
কে রে আছিস ধর
সেদিন থেকে টিংকু মামা
বেড়াল দেখেই কাঁপে যে র্ঘর!
এই নিয়ে তার অহংকার
মাটিতে তার পড়ে না পা
হাওয়া কেটে চুরমার!
এর সঙ্গে আর ওর সঙ্গে রোজ
গল্প করে বানিয়ে
একশোটা ইট ভাঙতে পার
শক্ত দুটি হাত দিয়ে!
কিন্তু সেদিন গভীর রাতে
পড়লো পাড়ায় চোর
টিংকু মামা বললো ক্ষেপে
তুলবো রে ছাল তোর!
যেই না মামা চোরের সঙ্গে
লাগতে গেলো পর
চোর বেটাটা সেই না জোরে
লাগিয়ে দিলো চড়।
উল্টে পড়ে বললো মামা
কে রে আছিস ধর
সেদিন থেকে টিংকু মামা
বেড়াল দেখেই কাঁপে যে র্ঘর!
বিষয় : ছড়া কবিতা
মন্তব্য করুন