একেক ঋতু একেক রকম
রূপ ধরে সে বর্ণালি
কার্তিকে মাঠ সবুজ বরণ
অঘ্রানে হয় স্বর্ণালি।

সোনার বরণ ধানের গোছা
ঠিক সোনালি রূপ ধরে
যায় যেদিকেই দৃষ্টি আমার
মন হয়ে যায় মুগ্ধ রে।

ফসল তোলার উৎসবে ঘর
হয় খুশিতে ভরপুর
সবার মুখে হাসির জোয়ার
মিষ্টি সুবাস কর্পূর!

অগ্রহায়ণ এসে গেলেই
প্রকৃতি রূপ পাল্টায়
সবার ঘরে সুখের আবেশ
হালকা শীতের কালটায়।

মাঠে মাঠে সোনার ফসল
ফলায় যেসব কৃষকে
প্রাণের প্রীতি, শ্রদ্ধা আমার
সকলটুকু দিস ওকে।

বিষয় : ছড়া কবিতা

মন্তব্য করুন