চার বছর পর আবার পর্দায় ফিরলেন আনুশকা। ভাই কর্নেশ শর্মা প্রযোজিত 'কলা' ছবিতে ক্যামিও হিসেবে এসে মাতিয়ে দিলেন। এই ছবিতে চল্লিশের দশকের নায়িকার বেশে দেখা গেছে তাঁকে।