'উরি :আ সার্জিক্যাল স্ট্রাইক' কিংবা 'সর্দার উধম'-এর পর হালকা মেজাজের ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। কিছুদিন আগে তাঁর এই মনোবাসনা পূরণ হয়েছে। আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন সিনেমা 'গোবিন্দ নাম মেরা'। প্রথমে ঠিক করা হয়েছিল যে ছবিটি প্রেক্ষাগৃহে আগে মুক্তি পাবে। পরে ঠিক হয় ডিজনি প্লাস হট স্টারে মুক্তি পাবে বলে জানান পরিচালক শশাঙ্ক খইতান।

গোবিন্দ ওয়াঘমার নামে এক জুনিয়র ব্যাকগ্রাউন্ড ড্যান্সারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। গোবিন্দের জীবন খুব সহজ হবে না; কারণ, তার মাথায় রয়েছে দেনার বোঝা। নানা জনের কাছ থেকে সে বিপুল অর্থ ধার করে রেখেছে। এমনকি দেনার দায়ে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে বাড়িটাও। তার দুর্দশার শেষ এখানেই নয়।

স্ত্রী গৌরী [ভূমি পেডনেকার] একটি বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। সে গোবিন্দের ওপর শারীরিক অত্যাচারও করে। এদিকে সে স্ত্রীকে তালাকও দিতে পারে না। কারণ- স্ত্রী গৌরীর দাবি, তালাক দিতে হলে তাকে দুই কোটি টাকা দিতে হবে। ফলে জীবনের নানাবিধ যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করে গোবিন্দ। তারপরও তার জীবনের একমাত্র ভালো বা আশার আলো হচ্ছে প্রেমিকা সুকু [কিয়ারা আদভানি], যাঁর সঙ্গে সে মুম্বাইয়ের বৃষ্টিতে প্রাণখুলে নাচতে ভালোবাসে। এরপর ঘটে এক খুনের ঘটনা; যা নিয়ে দিশেহারা সবাই। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি তাঁর একক পোস্টার শেয়ার করে নিজের চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে তিনি লেখেন- 'আমার নাম গোবিন্দ এবং আমার কাজই হলো নাচা।' 

গৌরী ওরফে ভূমির একক পোস্টারে তাঁকে ছোট রাতপোশাকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তিনি নিজেকে গোবিন্দের 'হট' স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। অন্যদিকে কিয়ারা আদভানিও তাঁর একক পোস্টার শেয়ার করে দর্শকদের উদ্দেশে লেখেন- 'সুকুকে হাই হুকু বলুন সকলে।' সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবির কলাকুশলীরা নিজেরাই সেই ট্রেলার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিকির স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ 'গোবিন্দ নাম মেরা'র ট্রেলার তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন- 'দেখে তো দারুণ মজাদার লাগছে!'

সঙ্গে তিনি স্টার চোখ আছে এমন ইমোজিও দিয়েছেন। এই স্টোরি ভিকি আবার তাঁর পেজে শেয়ার করেছেন এবং তাতে একটি হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন- 'আমার'। অন্যদিকে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও ট্রেলার শেয়ার করেন। কারণ, কিয়ারার সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই এই অভিনেতা কিয়ারাকে ট্যাগ করে লিখেছেন- 'দারুণ প্লট ও কাস্ট। মনে হচ্ছে দারুণ মজাদার একটা অভিজ্ঞতা হবে। অপেক্ষা করে আছি এই ছবির জন্য।'