- ফিচার
- র্যাডিসনে বড়দিনের আয়োজন
র্যাডিসনে বড়দিনের আয়োজন

পাঁচতারকা র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বড়দিনে 'জিঙ্গেল এন জয়' নামক একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এ অনুষ্ঠানটি ক্রিসমাস ইভ (২৪ ডিসেম্বর) এবং ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) দু'দিনব্যাপী উদযাপিত হবে।
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ইতোমধ্যে সেজেছে বড়দিনের সাজে। হোটেলের লবিটি অপূর্ব ফেরি লাইট দিয়ে একটি বড় ক্রিসমাস ট্রি, সান্তা স্লেই রেইনডিয়ার ও একটি আকর্ষণীয় জিঞ্জারব্রেড হাউস অব ডেলাইটস সাজানো হয়েছে। হোটেলের দেশি-বিদেশি অতিথিরা ব্যস্ত এই সাজের মধ্যে বড়দিনের আমেজ উপভোগ করতে। বড়দিন উপলক্ষে ডিসেম্বরের ২৪ ও ২৫ তারিখে অতিথিদের ক্রিসমাস ইভ লাঞ্চের জন্য খরচ করতে হবে ৩ হাজার ৫০০ বা এর বেশি টাকা।
শিশুদের জন্য ১ হাজার ৮০০ টাকার বেশি ব্যয় করতে হবে। এ আয়োজন চলবে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া ওয়াটার গার্ডেন ব্রাসারি, ক্রিসমাস ইভ ডিনার বুফে, ক্রিসমাস ডে লাঞ্চ ও ক্রিসমাস ডে ডিনার বুফে পাবেন ৫ হাজার ৫০০ টাকায়। শিশুদের জন্য ২ হাজার ৮০০ টাকার বেশি গুনতে হবে।
এ আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। চলবে ১১টা পর্যন্ত। বড়দিনকে কেন্দ্র করে দু'দিনব্যাপী থাকবে- একটি কারভিং ও লাইভ স্টেশন; যেখানে মজাদার টার্কি, এশিয়ান স্টিমড হট পট, সিফুড থেরমিদর, বিফ স্টেক পরচিনি মাশরুম ইত্যাদি। সুস্বাদু আইটেমে ভরা বড় ডেজার্ট স্টেশনে থাকছে ক্রিসমাস আপেল ক্রাম্বল, চকলেট স্লাজ কেক, লেমন মাররিং পাই, ব্লুবেরি ক্যারামেল কেক এবং নানা রকমের মিষ্টান্ন। ঘরোয়া ক্রিসমাস কুকিজ, সিনামন স্টার বিস্কুট, ক্রিসমাস কেক এবং হট ক্রিসমাস পাঞ্চের আনন্দ নেওয়া যাবে।
ক্রিসমাস গুডিজ হাউস অব ডিলাইটস ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন ধরনের ক্রিসমাস ডিলাইট অফার করবে। ওয়াটার গার্ডেন টেরেসে শিশুদের জন্য রয়েছে একটি ক্রিসমাস জিঙ্গেল অ্যান্ড জয় কিডস পার্টি, যেটি শুরু হবে দুপুর ১২টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে সান্তা ক্লাউস, জাদুকর ও লাইভ সংগীত। শিশুদের পার্টির প্রবেশ মূল্য ১ হাজার ৩৫০ টাকা।
মন্তব্য করুন