ভাবুন তো আয়না ছাড়া একটি দিন! এর গুরুত্ব তেমন একটি বুঝতে পারি না। নিজেকে পরিপাটি রাখতে এর ব্যবহার সবচেয়ে বেশি করা হয়। আয়নায় নিজেকে সুন্দর দেখানোর জন্য আয়নাও সুন্দর রাখতে হবে। ধুলাবালি ও বিভিন্ন কারণে আয়না ময়লা-ঘোলাটে হয়ে যায়।

সাধারণত আয়না পরিস্কার করতে পানি বা লিকুইড ব্যবহার করা হয়। কিন্তু এতে দাগ থেকে যায়। প্রথমবার আনার পর যে রকম ঝকঝকে থাকে, সেটি ধীরে ধীরে ঘোলা হয়ে যায়। বাথরুমের আয়নায় বাষ্প জমে বেশি; ফলে নিয়মিত পরিস্কার না করলে ঝাপসা হয়ে যায়।

আয়না পরিস্কার করবেন যেভাবে
ভিনেগার :আয়না পরিস্কার করতে ভিনেগার ও পানি সমপরিমাণ একসঙ্গে মিশিয়ে নিন। তার পর আয়নায় দ্রবণটি স্প্রে বোতলে করে নরম কাপড় দিয়ে মুছলেই ঝকঝকে হয় যাবে আয়না।

ডিশ ওয়াশিং পাউডার :ডিশ ওয়াশিং পাউডার অথবা সাবান দিয়ে আয়না পরিস্কার করতে পারেন। সামান্য পাউডার অথবা সাবান হাতে নিয়ে জলের সাহায্যে ঘষে নিন আয়না। তোয়ালে দিয়ে পরিস্কার করে মুছে ফেলুন।

টোনার :ত্বকের জন্য ব্যবহূত মেয়াদোত্তীর্ণ টোনার ব্যবহার করতে পারেন আয়না পরিস্কার করার কাজে। টোনার স্প্রে করে পরিস্কার ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন আয়না। পরিস্কার হয়ে যাবে ঝটপট।

শেভিং ফোম :শেভিং ফোম অথবা শেভিং ক্রিম দিয়ে আয়না পরিস্কার করতে পারেন। আয়নায় শেভিং ফোম বা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন। বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম মেখে রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।

ব্লো ড্রায়ার :সাবান অথবা ভিনেগার না লাগিয়ে যদি আয়না পরিস্কার করতে চান, তবে সাহায্য নিতে পারেন ব্লো ড্রায়ারের। আয়নার ওপর ব্লো ড্রায়ার ধরে রাখুন মিনিট কয়েক। তার পর তোয়ালে দিয়ে মুছে নিন।

সংবাদপত্র :সংবাদপত্র খুব সহজলভ্য। আয়না পরিস্কার করতে সংবাদপত্র খুবই কাজে আসে। সংবাদপত্র পানিতে ভিজিয়ে তার পর আয়নায় ঘষে নিন। এবার নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনি চাইলে ভিনেগার মেশানো জলেও সংবাদপত্র ভিজিয়ে নিতে পারেন।