
আইফোনের 'সোয়াইপ টু আনলক' ফিচার থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসি লাক্সারি ব্র্যান্ড কোপার্নি বাজারে এনেছে কাচের তৈরি ব্যাগ। এই ব্যাগ সাড়া ফেলেছে ফ্যাশন দুনিয়ায়। লিখেছেন আজহার মাহমুদ
ফরাসি লাক্সারি ব্র্যান্ড কোপার্নি বাজারে এনেছে কাচের তৈরি ব্যাগ; যা ব্যাপক সাড়া ফেলেছে ফ্যাশন দুনিয়ায়। এটি মূলত ডিম্বাকৃতির আইকনিক সোয়াইপ গ্লাস ব্যাগ। আইফোনের 'সোয়াইপ টু আনলক' ফিচার থেকে অনুপ্রাণিত হয়ে এর ডিজাইন করা হয়েছে। এই ব্যাগ হাতে নিয়ে চলতি বছরের গ্র্যামি ফ্যাশন শোতে রেড কার্পেটে সংগীতশিল্পী দোজা ক্যাট, টিনাশেসহ মডেল প্যারিস হিলটন হেঁটেছেন। বলা যায়, রেড কার্পেটে এই ব্যাগ নিয়ে হাঁটাই অন্যতম আকর্ষণ ছিল। এই ব্যাগ বহন করে যখন মডেলরা হাঁটছিলেন, তখন সবার চোখ ব্যাগের দিকেই আটকে ছিল। এ ছাড়া এই ব্যাগ নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। মডেল কাইলি জেনার তাঁর ইনস্টাগ্রামে ব্যাগটি নিয়ে পোস্ট দিয়েছেন।
উপকরণ এবং তৈরি :স্বাভাবিকভাবেই কাচের হ্যান্ডব্যাগ তৈরির জন্য প্রয়োজন নিখুঁত কাজ এবং উচ্চতর দক্ষ জনবল। এ ব্যাগের প্রধান উপকরণ কাচ। ব্যাগটি তৈরি নিয়ে ব্রিটিশ বিশেষজ্ঞরা বলেন, ওভেনে কখনও কখনও ৩ হাজার ফারেনহাইট পর্যন্ত গরম করে এটি তৈরি করতে হয়। প্রতিটি ব্যাগ একই কাচের টুকরা থেকে তৈরি করা হয়। এই কাচ থেকে ব্যাগের আকারে নিয়ে আসতে ড্রিল করতে হয়। সব হ্যান্ডব্যাগের আকারও সমান হয় না।
একেকটার ডিজাইন তৈরি করা হয় একেকভাবে। এসব হ্যান্ডব্যাগ সরাসরি দক্ষ কাচের কারিগরের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়া ভেট্রারিয়া ভালডারনিজের তুসকান কারখানায় তৈরি করা হয়। কোপার্নি এবং হেভেনের তৈরি এই কাচের ব্যাগ আগে আসা যে কোনো ট্রেন্ডিং হ্যান্ডব্যাগের চেয়ে অনেক উচ্চমানের এবং দামি। বলা যায়, এটি আধুনিকতার অনন্য উদাহরণ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটি মূলত ২০২০ সালে করোনার সময়ে লকডাউনে মডেল ব্রেনা বক্স এবং কোপার্নির প্রধান পিটার ডুপন্টের মাধ্যমে লঞ্চ করা হয়।
ব্যবহার ও সতর্কতা
ব্যাগটিতে মোবাইল ফোন, মানিব্যাগসহ আরও প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়। এ ছাড়া ব্যাগে নজরকাড়া ফুল ও শখের অন্যান্য জিনিস রাখা যাবে। অনেক মডেল ব্যাগটিকে ফুলদানি, ফিশবোল হিসেবেও ব্যবহার করেছেন। এটিও বেশ নান্দনিক দেখায়। ব্যাগটির হাতল ধরে ব্যবহার করা যায়, আবার ব্যাগের সঙ্গে যুক্ত চেনটি কাঁধে ঝুলিয়ে ব্যবহার করা যায়।
হেভেন এবং কোপার্নির কাচের ব্যাগগুলো দেখতে যতটা শক্ত, বাস্তবেও তেমনই। এটি কাচের তৈরি হলেও কাচের আবরণ বেশ মোটা। তবে হ্যাঁ, এই ব্যাগ সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। এটি অসাবধানতায় ভেঙে যেতে পারে। আর যদি এটিতে ফাটল দেখা দেয়, তবে স্ট্ক্র্যাচের জন্য পলিশ করা যাবে। এই ব্যাগ নিয়ে চলাচল করা এরই মধ্যে শুরু করে দিয়েছেন বিদেশি মডেলরা। শুধু ব্যাগটি চারপাশে বহন করার জন্য আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে।
দাম :আইকনিক কোপার্নি গ্লাস হ্যান্ডব্যাগের দাম একটু বেশি। যেহেতু এটি বাজারে একদম নতুন এবং ডিজাইন ও উপকরণ অভাবনীয়, তাই দাম শুনে আপনি একটু অবাক হতেই পারেন। এর দাম ২ হাজার ৭০০ ডলার। ব্যাগটি কিনতে হলে বাংলাদেশি টাকায় আড়াই লাখ টাকার বেশি গুনতে হবে। তবে কোপার্নি আপনাকে কিংবা সাধারণ মানুষকেও হতাশ করবে না। তারা সাধারণের জন্যও একটি সংস্করণ নিয়ে আসবে বলে কথা দিয়েছে। যে দাম আপনার বাজেটের কাছাকাছি হতে পারে।
মন্তব্য করুন