- ফিচার
- সাজি আপন মনে
সাজি আপন মনে
-(1)-samakal-63a2962964f01.jpg)
বড়দিনের সকাল থেকেই থাকে বিভিন্ন আনুষ্ঠানিকতা। প্রার্থনা, আত্মীয়স্বজন, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, রাতে বিশেষ আয়োজনে অংশগ্রহণ- সব মিলিয়ে ব্যস্ততায় কাটে সারাদিন। আনন্দের এই সময়ে কী পরবেন এবং কীভাবে সাজবেন, তা নিয়ে লিখেছেন রিক্তা রিচি
দুয়ারে কড়া নাড়ছে বড়দিন। আনন্দের এই দিনের প্রতিটি আয়োজনে অংশগ্রহণ করেন অনেকে। আনন্দ উদযাপনের জন্য পোশাক, গহনা, জুতা ও অন্যান্য অনুষঙ্গ আগে থেকে প্রস্তুত রাখা ভালো। নয়তো উৎসবের দিনে বেশ ঝামেলা পোহাতে হবে।
বড়দিনের পোশাক :বড়দিনের জন্য পোশাক থেকে শুরু করে টুকিটাকি জিনিস আগেই কিনে নিন। যেহেতু শীতকাল, এ সময়ের জন্য উপযোগী ফেব্রিকের পোশাক নির্বাচন করা ভালো। এ সময় লাল, মেরুন, নীল, বেগুনি, মিডনাইট ব্লু, অক্সফোর্ড ব্লু, পার্শিয়ান ব্লু, টপিঙ্ক, ম্যাজেন্টা, রুবি, কোরাল, বটল গ্রিন, কমলা ইত্যাদি গাঢ় রঙের পোশাক নির্বাচন করুন। নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক কিনতে পারেন- আড়ং, অঞ্জন'স, কে-কদ্ধ্যাফট, বিশ্বরঙ, রঙ বাংলাদেশ, সারা, ফিওনা, ট্রেন্ডমার্ট, টেক্সমার্ট, গ্রামীণ ইউনিক্লো, বিজেন্স ইত্যাদি থেকে।
দেশীয় পোশাকের ব্র্যান্ড ছাড়াও অনলাইন ও অফলাইনে পাওয়া যাচ্ছে উৎসবের উপযোগী গাউন, শাড়ি, পাঞ্জাবি, কটি, শ্রাগ, সালোয়ার-কামিজ ইত্যাদি। অঞ্জন'সের ডিজাইনার বকুল বেগম জানান, শীতের এই সময় যে কোনো পার্টিতে গাঢ় রঙের পোশাক মানিয়ে যায়। শীত থাকায় বড়দিনের উৎসবে মোটা কাপড় ও উলের পোশাক বেশি প্রাধান্য পায়। সিল্ক্ক, ভেলভেট, ভিসকস, জামদানি ইত্যাদি কাপড়ের পোশাকও আরাম দেবে। এ সময় ফুলস্লিভ কিংবা থ্রি কোয়ার্টার লং কুর্তি, কামিজ, গাউন, শাল, টি-শার্ট, জ্যাকেট, হুডি, কটি, কার্ডিগান, শ্রাগ, হাতাওয়ালা পোশাক পরলে আরাম বোধ হবে। অঞ্জন'সের পোশাকে জ্যামিতিক, ফুলেল, প্রিন্ট ও এমব্রয়ডারি কাজ করা হয়েছে বলেও জানান তিনি।
উৎসবকে মাথায় রেখে পশ্চিমা ধাঁচের পোশাককে গুরুত্ব দেওয়া হয়। অনলাইন ও ফ্যাশন হাউসগুলোয় এমন পোশাক দেখা যাচ্ছে। যদি স্টাইলিশ গাউন ও গাউন স্টাইলের শাড়ি পরতে চান তাহলে ট্রেন্ডমার্টে ঢুঁ মারতে পারেন। সেখানে এমব্র্রয়ডারি কাজের গাঢ় রঙের গাউন ও শাড়ি রয়েছে। প্যান্ট শাড়ি, রিকশাচিত্রের শাড়ি পেয়ে যাবেন স্বপ্নযাত্রায়। প্যান্ট শাড়ির সুবিধা হলো প্যান্ট পরে আঁচল গায়ে জড়ালেই কাজ হয়ে যাবে। যারা কোনো ঝামেলা ছাড়া দ্রুত তৈরি হয়ে যেতে চান, তারা প্যান্ট শাড়ি বেছে নিতে পারেন।
সিকুইনের সময় :বড়দিনের উৎসবে পরার জন্য সিকুইন কাপড়ের পোশাকও বেছে নিতে পারেন। লাল রঙের সিকুইনের টপসের সঙ্গে নীল রঙের জিন্স বা ডেনিম প্যান্ট পরতে পারেন। যারা গাঢ় রঙের পোশাক বাদ দিতে চান, তারা ধূসর, ছাঁই, রুপালি রঙের সিকুইনের পোশাক পরতে পারেন। স্কার্ট বা প্যান্টের সঙ্গে মানাবে বেশ।
ছেলেদের জন্য বড়দিনে ব্লেজার, স্যুট, জিন্স, ওভারকোট ইত্যাদি পোশাককে বেশি গুরুত্ব দিয়েছে ফ্যাশন হাউসগুলো। ব্লেজার, স্যুট ইত্যাদি কেনা যাবে মারজিন, সানমুন, রেমন্ড, টপ টেন, আর্ট, ইজি, রিচম্যান, জেন্টল পার্কসহ বিভিন্ন ব্র্যান্ড থেকে।
অনুষঙ্গ :শাড়ির সঙ্গে মুক্তা ও পাথরের গহনা বেশ মানায়। গোল্ড প্লেটেড, মিনাকারি করা গহনাও বেছে নিতে পারেন। গলায় যদি ভারী মালা পরেন তাহলে কানে ছোট দুল পরলে মানাবে। শাড়ি কিংবা গাউনের সঙ্গে কানে বড় দুল পরলে গলায় হালকা কিছু পরুন। নয়তো পোশাকের আভিজাত্য ম্লান হয়ে যাবে। মেয়েরা শাড়ি ও গাউনের সঙ্গে হাইহিল, পিপ-টোহিল, কোনহিল, চাঙ্কিহিল, কাট আউটহিল, স্লিং ব্যাকহিল, কিটে হিল বেছে নিন। ছেলেরা স্যু, স্নিকার, লোফার বেছে নিন। শাড়ির সঙ্গে ক্লাচ, পার্স, কুইলেটেড স্লিং ব্যাগ, হোবো ব্যাগ নিতে পারেন। গাউন ও সালোয়ার-কামিজের সঙ্গে ক্লাচ ও পার্স নিলেই মানাবে।
সাজ :বড়দিনের সকালে সাজার আগে ক্লিনজার কিংবা ক্লিজিং মিল্ক্ক দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ অনৃতা তাবাসসুম অহনা। তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সাজার সময় মুখে ভালো মানের ময়েশ্চারাইজার লাগাবেন। কারণ শীতে ত্বক বারবার শুস্ক হয়ে যায়। ময়েশ্চারাইজার লাগালে সহজে ত্বক রুক্ষ হয়ে যাবে না। মুখের দাগ ঢাকতে লিকুইড ফাউন্ডেশন লাগান। এরপর কনসিলার দিয়ে চোখের নিচের অংশে, ঠোঁটের পাশের কালো দাগ ঢেকে দিন।
এবার পাউডার বুলিয়ে নিন। এবার চোখের সাজে গুরুত্ব দিন। ভ্রু যুগল মোটা করে নিন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে কিংবা কন্ট্রাস্ট করে চোখে শ্যাডো লাগান। যোগ করতে পারেন গিল্গটারও। তারপর গাঢ় রঙের আইলাইনার ও কাজলে চোখ সাজান। মাসকারা বুলিয়ে নিন। এবার গালে ব্লাসন লাগান। সবশেষে ম্যাট লিপস্টিকের সাহায্যে পরিপূর্ণ হতে পারে আপনার সাজ। লিপস্টিক লাগানোর আগে ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে ঠোঁট কোমল দেখাবে। গাউন ও সালোয়ার-কামিজের সঙ্গে চুল ছাড়া রাখুন। শীতে চুল ছেড়ে রাখলে গরম লাগবে না। সামনের দিকের চুল কার্ল করে নিতে পারেন। শাড়ির সঙ্গেও চুল ছাড়া রাখতে পারেন। চাইলে খোঁপা করে ফুল গুজে নিতে পারেন। নির্ভর করে অভিরুচির ওপর। া
মডেল :ফাইজিয়া তাবাসসুম; ছবি :ফাহিম
মন্তব্য করুন