বিদায় নিল ২০২২। বছরটা কেমন গেল বাংলাদেশের তরুণদের? আমাদের এই উন্মাদ দুনিয়ায় যাঁরা নতুন অতিথি, যাঁরা তালগাছের মতো মাথা তুলে দাঁড়াতে শুরু করেছেন নিজেদের কাজ দিয়ে- প্রতিনিধিত্বশীল এই স্বপ্নবাজদের কাজ আমাদের দায়িত্ব-কর্তব্য ও স্বপ্ন-সম্ভাবনাকে উস্কে দেয় প্রতিনিয়ত। বছরজুড়ে সাহসে উঠে আসা এমন ছয় তরুণের সাফল্য বা অর্জনের কথা তুলে ধরেছেন আশিক মুস্তাফা
গত ৩০ অক্টোবর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অনুষ্ঠিত পাওয়ারম্যান ডুয়াথলন এশিয়া চ্যাম্পিয়নশিপ ২০২২-এ চ্যাম্পিয়ন হন রাকিবুল ইসলাম। দৌড় আর সাইক্লিংয়ের মেলবন্ধন ডুয়াথলন। শুরুতে ৫ কিলোমিটার দৌড়ের পর ৩০ কিলোমিটার সাইক্লিং করতে হয়; এরপর ফের ৫ কিলোমিটার দৌড়। সবচেয়ে কম সময়ে ১ ঘণ্টা ২৭ মিনিট ১৪ সেকেন্ডে রাকিবুল ডুয়াথলন সম্পন্ন করে অনন্য কীর্তি গড়েন। রাকিবুল হতে চেয়েছিলেন ডাক্তার, কিন্তু সাইক্লিং ভালোবেসে হয়ে গেলেন পেশাদার সাইক্লিস্ট। তাই এখন সাইক্লিং তাঁর ধ্যান-জ্ঞান, সাইক্লিংই তাঁর সব।
৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটারের বেশি রিলে সাইক্লিং করে ২০২১ সালে রাকিব ও তাঁর রাইডিং গ্রুপ টিম বিডিসি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান।
ডুয়াথলন বাংলাদেশের তেমন জনপ্রিয় খেলা নয়। এটি জনপ্রিয় করতে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যেতে চান রাকিবুল। আগামীর স্বপ্নের কথা জানতে চাইলে রাকিবুল বলেন, 'দেশের বিভিন্ন খেলায় স্পন্সরের ব্যবস্থা থাকলেও বাংলাদেশে কম প্রচলিত বলে সাইক্লিংয়ে তেমন কোনো স্পন্সর নেই। সরকারি-বেসরকারি স্পন্সর পেলে অনেক তরুণই এখানে ভালো করার ক্ষমতা ও যোগ্যতা রাখেন। যদিও পাওয়ারম্যান ডুয়াথলন মালয়েশিয়া ইভেন্টে আমার স্পন্সর ছিল বিকন ফার্মাসিউটিক্যালস। আগামীতে অংশ নিতে চাই ২০২৩ সাফ গেমসে।'
এশিয়া জয়ের পর রাকিবুলের লক্ষ্য এখন পাওয়ারম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সুইজারল্যান্ড ২০২৩। রাকিবুলদের নিয়ে আমরা পাওয়ারম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়েরও স্বপ্ন দেখতে পারি।