জিমরান মোহাম্মদ সায়েকের স্বপ্ন জলবায়ু সহনশীল এবং সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা। তাঁর স্বপ্নের পৃথিবী- যেখানে শিশু-কিশোরদের মূল্যায়ন করা হবে, তাদের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা হবে নীতিনির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায়। সপ্তম শ্রেণি থেকেই ভলান্টিয়ারিংয়ে হাতেখড়ি জিমরানের। শুরুতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করলেও বর্তমানে যুক্ত আছেন জলবায়ু সুবিচার আদায়ে তরুণদের সংগঠন-ইয়ুথনেট গ্লোবালে। সংগঠনের দেশব্যাপী নেটওয়ার্ক উন্নয়ন এবং শক্তিশালীকরণ সমন্বয়কারী হিসেবে কাজ করছেন জিমরান। বিভিন্ন বয়সের তৃণমূল প্রান্তিক মানুষের কাছে জলবায়ু সুবিচারের বার্তা পৌঁছে দেওয়ার এক সাহসী কাজ করে যাচ্ছেন তিনি। জলবায়ু সুবিচার আদায়ে মানববন্ধন করে হাজারো তরুণের সংহতি আদায় করেছে তাঁর দল। তরুণদের সক্ষমতা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ দেন জিমরান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসাধারণের সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন ডিজাইনও করেন এই তরুণ।
বিভিন্ন দুর্যোগে নিজের ভলান্টিয়ারিং হাত বাড়িয়ে দেন। পাশে দাঁড়ান ক্ষতিগ্রস্ত মানুষের। করোনাকাল থেকে শুরু করে সিলেটের ২০২২ সালের বন্যায় দেশের এক প্রান্ত থেকে ছুটে গিয়েছেন আরেক প্রান্তে। সিলেট, কুড়িগ্রাম, নেত্রকোনাসহ বিভিন্ন জেলার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। পেয়েছেন ইয়ুথ চ্যাম্পিয়ন্স অব দ্য এনভায়রনমেন্ট ২০২২ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড। নিজের কাজ সম্পর্কে জিমরান বলেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের মানুষ আজ বিপদাপন্ন। এই বৈশ্বিক সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা আরও অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছি। আগামীতেও করে যাব।' া