শীতে থাকে উৎসব আর ছুটির আমেজ। এ সময় আবহাওয়া থাকে আরামদায়ক। তাই শীতকালকেই ভ্রমণের জন্য বেছে নেওয়া হয়। তা ছাড়া বিভিন্ন রকম সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানও থাকে এ সময়ে। উপলক্ষ যা-ই হোক নতুন পোশাক পরে বেড়ানোর মধ্যে আনন্দে মাতবে শিশুরাই।

এ সময়ে তাই নানা উপলক্ষ ও প্রয়োজনের কথা মাথায় রেখে কে ক্রাফট এনেছে শিশুদের জন্য নতুন পোশাক। এরই মধ্যে এসব আয়োজন কে ক্রাফটের সব স্টোরে পৌঁছে গেছে।
মেয়েদের পোশাকে নজর কাড়বে ভিন্ন স্টাইলের টপসের সঙ্গে প্যান্ট অথবা পালাজো, টপসের সঙ্গে স্কার্ট, এ লাইন পালাজোর সঙ্গে কটি, কাফটানের সঙ্গে প্যান্ট অথবা পালাজো, পাফি ফ্রক, সালওয়ার কামিজ, কুর্তি, লং ফ্রক, লেহেঙ্গা। ছেলেদের জন্য পাঞ্জাবি, পলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, কটি। এ ছাড়া থাকছে মা-বাবার সঙ্গে সন্তানের ম্যাচিং পোশাক। রঙের ক্ষেত্রে নীলের মধ্যে রয়্যাল, টিল, স্কাই থেকে শুরু করে মেরুন, ম্যাজেন্টা, হট পিঙ্ক, অরেঞ্জ, ব্রিক রেড, সাদা, গোল্ডেন, ইয়েলো, অ্যাশ কোনোটাই বাদ পড়েনি।
এ সময়ে যেহেতু শীত, তাই ফেব্রিক নির্বাচনে ইনডোর এবং আউটডোর উপযোগী উষ্ণতার পাশাপাশি স্বস্তিদায়ক হতে হবে। সেই ভাবনায় মম সিল্ক্ক, লিনেন, রেইনবো সিল্ক, জর্জেট, টু-টোন, ডিজাইনড কটন, স্যাটিন ও অরগাঞ্জার মতো ফেব্রিকের বৈচিত্র্যময় ব্যবহার। প্যাটার্নে ভিন্নতা, কুচি এবং লেইসের ব্যবহার ছাড়াও কাপড়ে আছে হ্যান্ড ও মেশিন এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, টার্সেল, কারচুপির কাজ।
কে ক্রাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ সব আউটলেট ছাড়াও অনলাইন kaykraft.com  থেকে শিশুদের জন্য এসব পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।