প্রকৃতিতে নেমেছে শীত। জানি, শীত ভালো লাগে তোমাদের। তার চেয়েও ভালো লাগে শীতের দিনের রোদ। এই রোদ গায়ে মেখে নতুন বইয়ের ঘ্রাণ নিতেও ভালো লাগে তোমাদের। তা নতুন বই আর শীতের দিনের এই ছবিগুলো দেখো তো কেমন লাগে!

বিষয় : ফড়িং গ্যালারি

মন্তব্য করুন