
কমিটি গঠন সভায় সরিষাবাড়ীর সুহৃদের একাংশ
জামালপুরের সরিষাবাড়ীতে সুহৃদ সমাবেশের দু'বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির ঘোষণা করেন সমকালের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক। কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি সরিষাবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুহৃদ সভাপতি ওমর কাজী।
সভায় চলমান কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে বাদশা ভূঁইয়াকে সভাপতি ও শাহাদত হোসেন রিপনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়। কমিটিতে উপদেষ্টারা হলেন- ওমর কাজী, আব্দুল হক তরফদার, গোলাম মোস্তফা জিন্নাহ, একেএম সফিকুল আলম আজাদ, শাহিদা পারভীন, আন্নু মিঞা, উপাধ্যক্ষ মিজানুর রহমান, গোলাম আজম, মোহাম্মদ আলী, সাখাওয়াত আলম মুকুল, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক স্বপন, আশরাফুল আলম মানিক, মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, সোলায়মান হোসেন হরেক।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন- ফারুক হোসেন ফিরোজ, কামরুল ইসলাম, ইয়াছিন আলম শিপন, শাহিন মিয়া খোকন, আরিফ মিয়া, রবিউল ইসলাম, তরিকুল ইসলাম নবীন, হাজী আমিনুর ইসলাম, মুক্তার হোসেন, স্বপন মাহমুদ, লিমন মিয়া, মোহাম্মদ হাছানুল কবীর রুমেল, বিল্লাল হোসেন, সুজন মিয়া, হাবিবুর রহমান জাহাঙ্গীর, আব্দুর রহমান বাবু, কাজী ফারুক হোসেন, রনি মিয়া, পলাশ চন্দ্র পাল, ইউসুফ আলী দুখু, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, হাফিজা বেগম তালুকদার, ফেরদৌসী আক্তার, পারভেজ হাসান, লাইজু ভূঁইয়া, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মমিনুল ইসলাম কিসমত, বাবু, আলী হোসেন, মাহমুদুল হাসান বজলু, মাজহারুল ইসলাম, রুমান শাহরিয়ার, মানিক মিয়া, তানজিনা ইসলাম অহনা, রাশেদুল ইসলাম, হাফিজ হাসান শুভ, রাকিব হাসান, ইসহাক হোসেন সুমন।
সভা শেষে ২০২৩ সালে বইমেলার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে দেশসেবা ও ভালো কাজ করার অঙ্গীকার করেন সুহৃদরা।
সভাপতি সুহৃদ সমাবেশ, সরিষাবাড়ী
মন্তব্য করুন