'চেতনায় মুক্তিযুদ্ধ, প্রতিজ্ঞায় বাংলাদেশ' প্রত্যয়ে পটুয়াখালীর সুহৃদরা আয়োজন করে 'সুহৃদ আনন্দ আড্ডা'। কুয়াশাচ্ছন্ন আকাশ ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে আয়োজনে অংশ নেন পটুয়াখালীর বিভিন্ন শাখার সদস্যরা। লাউকাঠি নদীর কোল ঘেঁষে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী এলাকায় অবস্থিত ডিসি পার্কে সুহৃদদের এ আনন্দ আড্ডার আয়োজন করা হয়।

আনন্দ আড্ডায় ছিল বল নিক্ষেপ, বল খেলা, গোল্লাছুট, গান, গল্প বলাসহ মজার মজার অনুষ্ঠানের আয়োজন। সবশেষে ছিল দক্ষিণ উপকূলের মানুষের মজার খাবার হাঁস-রুটির আয়োজন। এ আনন্দ আয়োজনের মধ্যেও সুহৃদরা ভুলে যাননি এ দেশের সূর্যসন্তানদের। শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয় একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের।

সুহৃদদের এ আনন্দ আড্ডায় শরিক হন সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন, উপদেষ্টা কবি ও সাহিত্যিক গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ, জ্যোৎস্না কর্মকার, বাবুল চন্দ্র হাওলাদার, সৈয়দ তাজুল ইসলাম, সোনিয়া কর্মকার, সুহৃদ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার ও সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন।

দিনব্যাপী সুহৃদদের এ আনন্দ আড্ডা মাতিয়ে রাখেন জেলা সুহৃদ সমাবেশের সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর ও আরিফ হোসাইন দিদার, সাবেক সহসভাপতি মাহমুদ হাসান রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, মাহমুদুল হাসান রাব্বি ও মোসা. রুবিনা রুবি, সরকারি কলেজ শাখার সভাপতি মাকসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক রাশেদ বিন মইন, অর্থবিষয়ক সম্পাদক রাজিব ইসলাম, সাহিত্যবিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন ছন্দা, সুহৃদ সম্পাদক নাজমুল খান, নুর সাঈদা আক্তার মনি, জহিরুল ইসলাম, জামিয়া আক্তার, মারিয়া আক্তার, স্বর্ণা রায়হানসহ বিভিন্ন শাখার সুহৃদরা।
সহসভাপতি, সুহৃদ সমাবেশ, পটুয়াখালী