সম্প্রতি রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে সমকালের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় 'আলোচনা ও পাঠচক্র'। জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের উপন্যাস '১৯৭১' নিয়ে পাঠচক্র আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব হাসু। রাজবাড়ী কীভাবে মুক্ত হয়েছিল তার বিবরণ তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা এম এ সেলিম। রাজবাড়ী ছিল বিহারিদের শক্ত ঘাঁটি।

আলোচনায় তাঁরা বলেন, ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের কয়েকটি গ্রুপ ভারত থেকে ট্রেনিং নিয়ে অস্ত্রসহ রাজবাড়ীতে প্রবেশ করে। ওই মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কয়েকটি ব্রিজ উড়িয়ে ফেলেন এবং রাস্তা ভেঙে দেন। এরপর মুক্তিযোদ্ধারা একে একে রাজাকার বাহিনীর ক্যাম্পগুলো দখল করতে থাকেন। ২২ নভেম্বর এমনই একটি অপারেশন চালানোর সময় বীর মুক্তিযোদ্ধা খুশী শহীদ হন।

পাকিস্তানি সেনা ও তাদের দোসররা তাঁর লাশ ট্রাকের সঙ্গে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে শহরজুড়ে উল্লাস করে। স্থানীয় বিহারি ও রাজাকাররা ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ ও বাঙালিদের হত্যা শুরু করে। রাজবাড়ীতে অবস্থানরত মুক্তিযোদ্ধারা যৌথ কমান্ড গঠন করে পাকিস্তানি বাহিনীর সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সব ইউনিট ঘিরে ফেলেন। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে হানাদার বাহিনী ঢাকার উদ্দেশে রওনা হলেও প্রায় পাঁচ হাজার সশস্ত্র বিহারির সঙ্গে তখনও মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলছিল। ১৪ ডিসেম্বর থেকে লাগাতার আক্রমণের মধ্য দিয়ে শহীদ রফিক, শফিক, সাদিক, শুকুর, দিয়ানত, জয়নাল মোল্লা, আরশেদ আলী, জাহাঙ্গীরসহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে অবশেষে ১৮ ডিসেম্বর বিকেলে শত্রুমুক্ত হয় রাজবাড়ী।

উপন্যাস ১৯৭১ পাঠ করেন কলেজ শিক্ষক রাজ্জাকুল আলম, এস এম রশীদ আল কামাল, সুহৃদ কাজী তামান্না, খাদিজা খাতুন, সৌরভ হাসান, মিলন শেখ, এম এম কাওসার, মোবারক হোসেন, অন্তরা ইসলাম ও পিউ সাহা। বইয়ের ওপর আলোচনায় অংশ নেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ টুটুল, কবি সালাম তাসির, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা মহিতুজ্জামান বেলাল, কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, কবি নেহাল আহমেদ, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহেদ মুশতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল রবি।