সোনামণি কথা বলে
মধুমাখা বুলিতে
ক্যানভাসে আঁকে ছবি
রং আর তুলিতে।

লেখাপড়া খেলাধুলা
নিয়মিত করে সে
যাবতীয় ধ্যানজ্ঞান
ভান্ডারে ভরে সে।

অজানাকে জানতেই
বেড়ায় সে দাঁপিয়ে
গুণে-মানে শীর্ষেই
দুনিয়াটা কাঁপিয়ে।

বিষয় : ছড়া-কবিতা

মন্তব্য করুন